আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

কুম্ভের মেলায় হারিয়ে গিয়েছিলেন প্রাণপ্রিয় স্ত্রী! খুঁজে পেতেই হাপুস নয়নে ভাসলেন স্বামী, মুহূর্ত ভাইরাল সোশ্যাল মাধ্যমে

Published on: February 12, 2025

কেউ প্রেম করে বিয়ে করেন কারর কারর আবার সম্বন্ধ করে বিয়ে হয়। এরপর দীর্ঘদিন একসঙ্গে থাকার ফলে একে অপরের সঙ্গে জড়িয়ে যায় বিশ্বাস, ভালোবাসা, আত্মিক টান। ছেড়ে থাকা যায় না একে অপরকে।‌ একে অপরের অভ্যাসে পরিণত হন দুজনে। আর এটারই নাম হয়ত ভালোবাসা। আর এবার মহাকুম্ভের মেলা সাক্ষী থাকলো এইরকমই এক ভালোবাসার।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক দম্পতির ভিডিও ভাইরাল হয়েছে। যারা গিয়েছিলেন মহাকুম্ভের মেলায়। সঙ্গে ছিলেন অবশ্য তাদের সন্তান‌ও। আর কুম্ভের মেলাতে গিয়ে নিজের স্ত্রীকে হারিয়ে ফেলেন ওই ব্যক্তি। আর নিজের স্ত্রীকে হারিয়ে ফেলে কার্যত চোখে অন্ধকার দেখেন ওই ব্যক্তি। হাপুস নয়নে কাঁদতে থাকেন।

আসলে কোটি কোটি মানুষের ভিড়ে একজনকে খুঁজে বার করা সম্ভব নয়। খুবই দুঃসাধ্য কাজ। আর সেই মুহূর্তে অবশ্যই মাথায় কিভাবে সেই প্রিয় মানুষটাকে খুঁজে পাবো তার চিন্তা চলতে থাকে।‌ আর সেই চিন্তা এবং আবেগের ফলেই কেঁদে ফেলেছিলেন ওই ব্যক্তি।

কিন্তু অতঃপর তিনি খুঁজে পান তার স্ত্রীকে। ওই ব্যক্তির চোখের জল যেন থামার নাম‌ই নিচ্ছিল না। নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন তিনি। স্ত্রীর প্রতি তার ভালোবাসার প্রকাশ দেখে আবেগে ভেসেছেন নেটিজেনরাও। সত্যিকারের ভালোবাসা এমনই হয়, এমনটাই বলছেন নেটিজেনরা।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now