সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বিভিন্ন ঘটনার ভিডিও ভাইরাল হয়। আর এবার সেই রকমই আরও একটি ঘটনা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। আর যা শোনা এবং জানার পরে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা। এমনও হয়? বলছেন তারা!
আসলে অফিসে যাওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে পৌঁছেছিলেন ওই কর্মচারী। ট্রেনে ওঠার জন্য লাইনেও দাঁড়ান। কিন্তু সেই লাইনে দাঁড়িয়েই হঠাৎ করে ধপাস করে পড়ে যান তিনি। লুটিয়ে পড়েন। তাকে ওই অবস্থায় দেখে ছুটে আসেন আশপাশের মানুষ, ডাকা হয় ডাক্তার।
এই সময় তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়। CPR-এর মাধ্যমে ওই ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করা হয়। এর ঘণ্টাখানেক পরে অবশ্য জ্ঞান ফিরে আসে ওই ব্যক্তির। আর জ্ঞান ফিরতেই অদ্ভুত কথা বলে ওঠেন ওই ব্যক্তি যা শুনে চমকে ওঠেন সবাই।
লাইনে দাঁড়িয়ে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। যদিও জরুরী চিকিৎসার পর সাময়িক সুস্থ হয়ে উঠেই ওই কর্মচারী বলেন ‘আমাকে কাজে যেতে হবে’। এই ঘটনাটি ঘটেছে চিনে। ৪০ বছর বয়সী ওই ব্যক্তি ট্রেনে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ২০ মিনিট তাঁর জ্ঞান ফেরে। আর জ্ঞান ফিরতেই তিনি বলে ওঠেন, ‘কাজে যাওয়ার জন্য আমাকে হাই-স্পিড ট্রেনে ধরতে হবে’।
উল্লেখ্য , একই সঙ্গে তিনি হাসপাতালেও যেতে চাইছিলেন না। সেই সময় সেখানে উপস্থিত একজন চিকিৎসক তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলে এবং অনেক বোঝানোর পর তিনি হাসপাতালে যেতে রাজি হন। চীনে বর্তমান সময়ে বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে। আর সেই জন্যই প্রতিটা মুহূর্তে কাজের চাপ বাড়ছে এবং বাড়ছে কাজ হারানোর ভয়।