সপ্তাহ শেষে ফের যাত্রী ভোগান্তি! বাতিল বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন, জেনে নিন তালিকা

By Bongnews24x7

Published On:

Follow Us

লোকাল ট্রেন হোক বা দূর পাল্লার ট্রেন ভারতবর্ষের মানুষের কাছে ট্রেন যাতায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। আজও মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত ভারতীয়দের প্রধান পছন্দ রেলপথ। অনেকাংশেই পকেট সাশ্রয়ী এবং সহজলভ্য রেল।‌

কিন্তু রেল ভোগান্তিও বোধহয় হয় অন্যান্য সমস্ত পরিষেবার থেকে সবথেকে বেশি। আর চলতি সপ্তাহেও অব্যাহত থাকবে রেল পরিষেবার ভোগান্তি। ‌কোথাও হবে রেললাইনে মেরামতির কাজ আবার করা হবে, তো কোথাও আবার রেল সেতু। চলবে ইন্টারলকিংয়ের কাজও। আর তাই রক্ষণাবেক্ষণের কারণে বাতিল হচ্ছে আরও বেশ কয়েকটি দূরপাল্লা ট্রেন।

এর জেরে বদলে যাচ্ছে পূর্ব রেলের একাধিক ট্রেনের সময়সূচি। বেশ কয়েকটি ট্রেন দেরিতে ছাড়ছে। আবার বাতিল হয়েছে অনেকগুলি ট্রেন। যেমন, হাওড়া-প্রয়াগরাজ এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস। বাতিলের তালিকায় রয়েছে, ১৮ ও ১৯ তারিখের শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস, ২১ তারিখের সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেস। ২১ তারিখের সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই এক্সপ্রেস, ২৩ তারিখের এমজিআর চেন্নাই এক্সপ্রেস-সাঁতরাগাছি এক্সপ্রেস।

এছাড়াও ১৯, ২০, ২১, ২২ এর মাঝে বাতিল হচ্ছে ১২৩১১ হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস, ১২৩১২- হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস, ২২৩০৮- বিকানির-হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস, ২২৩০৭- হাওড়া-বিকানির সুপার ফাস্ট এক্সপ্রেস।

বাতিলের তালিকায় আর‌ও রয়েছে, ১২৩০৮-যোধপুর- হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস, ১২৩০৭- হাওড়া-যোধপুর সুপার ফাস্ট এক্সপ্রেস, ২০৯৭৬- আগ্রা ক্যানটনমেন্ট-হাওড়া চম্বল এক্সপ্রেস, ১২১৭৭– হাওড়া-মথুরা জংশন চম্বল এক্সপ্রেস, ২২৯১১– ইন্দোর-হাওড়া শিপ্রা এক্সপ্রেস, ২২৯১২- হাওড়া-ইন্ডোর শিপ্রা এক্সপ্রেস, ২২৪৬৫- মধুপুর-আনন্দবিহার টার্মিনাল বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর এক্সপ্রেস, ২২৪৬৬- আনন্দবিহার টার্মিনাল-মধুপুর বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর এক্সপ্রেস,১৯৪৩৬- আসানসোল জংশন-আহমেদাবাদ উইকলি এক্সপ্রেস, ১৯৪৩৫- আহমেদাবাদ জংশন-আসানসোল উইকলি এক্সপ্রেস



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now