এই শাখায় চরমে উঠবে রেল ভোগান্তি! ১৯ দিনে বাতিল হল ২১২টি লোকাল ট্রেন

By Bongnews24x7

Published On:

Follow Us

বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষের যাতায়াতের সবথেকে বড় মাধ্যমের নাম অবশ্যই রেল ব্যবস্থা। প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি ভারতবর্ষের মানুষের নিত্য যাত্রার ক্ষেত্রে প্রধান ভরসা লোকাল ট্রেন। তবে এই লোকাল ট্রেন নিয়ে ঝামেলা লেগে থাকে সবসময়।

এই লোকল ট্রেন বন্ধ হয়ে গেলে বিপাকে পড়ে যান লক্ষ লক্ষ মানুষ। যদিও লোকাল ট্রেন নিয়ে ভোগান্তি লেগেই রয়েছে নিত্যদিন। আর এবার চরম ভোগান্তির মুখোমুখি হতে চলেছেন হাওড়া-খগড়পুর শাখার যাত্রীরা। জানা গেছে, আগামী এপ্রিল মাসের শেষে এই শাখায় মেগা ব্লক নেওয়ার কথা। যার ফলে আগামী ১৯ দিনে বাতিল হ‌ওয়ার সম্ভাবনা ২১২টি লোকাল ট্রেনের।

আর এতগুলা লোকাল ট্রেন বাতিল হলে নিত্য যাত্রীদের যে মারাত্মক অসুবিধার মুখে পড়তে হবে তা বলাই বাহুল্য। সাঁতরাগাছিতে ইয়ার্ডের রি-মডেলিং-সহ একাধিক রেলের উন্নয়নমূলক কাজের জন্য‌ই এই মেগা ব্লক নেওয়া হবে বলে জানা গেছে‌।

তবে শুধু লোকাল ট্রেন নয়, বাতিলের তালিকায় থাকবে ৬৪টি এক্সপ্রেসও। আগামী ৩০শে এপ্রিল থেকে শুরু হবে এই মেগা ব্লক। এর ফলে নিদারুণ সঙ্কটের মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। টানা ১৯ দিন ধরে চলবে এই কাজ। উল্লেখ্য, এই কাজের জন্য ২১২টি লোকাল ট্রেন বাতিল করা হবে।

জানা গেছে, ২রা মে থেকে ১৮ই মে পর্যন্ত আপ ও ডাউনে ৬৪টি মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল হবে। ৩রা মে থেকে ১৭ মে পর্যন্ত স্বল্প দূরত্বে চলবে ১২ জোড়া এক্সপ্রেস ট্রেন। উল্লেখ্য, আরও জানা গেছে, অনেক আগেই এই মেগা ব্লক নেওয়া হত কিন্তু কুম্ভের মেলা, বিভিন্ন বোর্ডের পরীক্ষা, দোল উৎসবের কারণে তা পিছিয়ে এপ্রিলের অন্তিম থেকে শুরু হবে বলে জানা গেছে।

Rail information, Howrah Kharagpur division, Rail work

Massive train cancelled in howrah kharagpur division



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now