আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

মহাকুম্ভে অপরাজিতা আঢ্য! নিজের মনবাসনা জানিয়ে প্রদীপ ভাসালেন অভিনেত্রী

Published on: February 20, 2025

তিনি বাংলা চলচ্চিত্র দুনিয়ার অন্যতম আইকন। অসামান্য অভিনেত্রী তিনি। যে কোন‌ও চরিত্রেই তিনি দুরন্ত। তার অভিনয় দেখে মুগ্ধ হয় না, প্রশংসা করে না এমন বাঙালি মেলা ভার। ধারাবাহিক থেকে সিনেমা সর্বত্রই নিজের অভিনয় দক্ষতার গুণে পর্দা কাঁপিয়েছেন তিনি। বলা ভালো অভিনয়ের ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠান স্বরূপ।

তার অভিনয় দেখলে একরাশ মুগ্ধতা গ্রাস করে সবাইকে। অবশ্যই বুঝতে পারছেন কার কথা বলছি। নাচে, গানে, অভিনয়ে যিনি মন জিতেছেন বাঙালি দর্শকদের তিনি অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Aadhy)। তবে এই অভিনেত্রী কিন্তু দারুণ রকম ভাবে আধ্যাত্মিক। লক্ষ্মী পুজো থেকে সরস্বতী পুজো সবকিছুর আরাধনা তিনি করে থাকেন নিজের বাড়িতে।

আর সেই আধ্যাত্মবাদের টানেই তিনি হাজির হয়েছিলেন মহাকুম্ভের মেলায় (Mahakumbh Mela)।‌ চলতি বছরের মহাকুম্ভ মেলায় এক বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ ১৪৪ বছর পর এসেছে মহাকুম্ভ যুগ। ‌আর এই মহাকুম্ভ মেলায় নিজের পাপ মোচন করে পুণ্য অর্জনের জন্য কোটি কোটি মানুষ ছুটে গেছেন মহাকুম্ভের মেলায়।

আর এই বিশাল ধর্মীয় মেলায় অংশ নিতে ছুটে গেছে বহু তারকা। যেরকম বলিউড থেকে সেই রকম টলিউডের তারকার‌ও যোগ দিয়েছেন। রচনা ব্যানার্জি, অরিন্দম শীল, শ্রীমা ভট্টাচার্য, অপরাজিতা আঢ্য একাধিক তারকা যোগ দিয়েছেন কুম্ভের মেলায়। এই মেলায় গিয়ে পবিত্র কুম্ভে প্রদীপ ভাসিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন অভিনেত্রী।

গঙ্গাস্নানের পর গঙ্গার বুকে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে তিনি লিখেছেন, “এই জলে যেমন হাজার বছর ধরে বিশ্বাস, সংস্কৃতি ও আধ্যাত্মিকতা মিশে আছে, তেমনি আমার প্রার্থনাও যেন মহাকালের বুকে থেকে যায়।”



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now