আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

কুম্ভ থেকে পূণ্য করে ফেরা আর হলো না, ভয়ংকর দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন

Published on: February 17, 2025

চলতি বছরের কুম্ভ মেলায় (Maha kumbh ) কত জনের পাপ ধুয়ে পূণ্য হল তা জানা না গেলেও বহুজনের প্রাণ যে গেল তা এক কথায় বলা যায়। অন্যান্য সমস্ত বছরকে ছাপিয়ে গেছে এই বছরের কুম্ভ মেলায় ভক্তসমাগম। ১৪৪ বছর পর মহাকুম্ভ যোগ এসেছে বলে কথা। হুড়োহুড়ি পড়ে গেছে পাপ ধুয়ে পূণ্য অর্জনের।

ইতিমধ্যেই এই মেলায় পঞ্চাশ কোটি মানুষ পৌঁছেছেন। মহা শিবরাত্রির পবিত্র লগ্নে শেষ হবে মহাকুম্ভ মেলা। আর সেই জন্যই মানুষের আরও তাড়না। ইতিমধ্যেই অজস্র দুর্ঘটনা (Accident) ঘটেছে মহাকুম্ভ মেলাকে ঘিরে। আগুন লাগা, মেলায় পদপিষ্ট হওয়া দিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার মতো গা শিউরে ওঠা ঘটনা ঘটেছে। কিন্তু মানুষ দমেন নি।

এছাড়াও ঘটেছে বহু সড়ক দুর্ঘটনা। যাতায়াতের পথে মারা গেছেন বহু পুণ্যার্থী।‌ আর এবার ফের মৃত্যুর খবর। কুম্ভ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। আগ্রা-কানপুর হাইওয়েতে কুম্ভ থেকে ফেরার পথে পাঁচজন পুন্যার্থীর গাড়িতে পিছন থেকে ট্রাক ধাক্কা মারে। যার জেরে মৃত্যু হয় তিনজনের।

আজ অর্থাৎ সোমবার সকালেই ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। রাজস্থানের এই পাঁচ বাসিন্দা কুম্ভে স্নান সেরে বাড়ি ফিরছিলেন। কিন্তু তার মধ্যেই আর তিনজনের ফেরা হলো না। আহতরা ভর্তি রয়েছেন হাসপাতালে। তাদের আঘাত‌ও গুরুতর।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now