ষাঁড়ের শিঙে আগুন ধরিয়ে ভয়ংকর স্টান্ট! রেগে যুবককে শূন্যে উড়িয়ে মাটিতে আছড়ে ফেললো ষাঁড়

By Bongnews24x7

Published On:

Follow Us

মানুষের হাতে থাকা মুঠোফোন বর্তমান সময়ে সবকিছুকেই অত্যন্ত সহজলভ্য করে দিয়েছে। সে বাড়ি বসে জিনিস অর্ডার করা হোক কিংবা বিভিন্ন ভিডিও। এখন মানুষ বাড়িতে বসেই দেখতে পায়। আর এবার সেই রকম একটি হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। যা দেখে রীতিমতো চমকে উঠেছে নেট পাড়া।

কী সেই ঘটনা? ভারতের জাল্লিকাট্টু অনেকের খুব‌ই পরিচিত। ষাঁড়কে ক্ষেপিয়ে তুলে তাকে ছোটানোর মধ্যে যেন এক অদ্ভুত আনন্দ। তবে এই খেলা যে শুধুমাত্র ভারতে পরিচিত তা কিন্তু একেবারেই নয়, বিশ্ব জুড়ে এই খেলার জনপ্রিয়তা। সম্প্রতি সেই রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা অবশ্য স্পেনের বলে দাবি করা হচ্ছে।

যদিও ভিডিওটি প্রায় ৯ বছর পুরোনো নতুন করে ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, যেখানে দেখা গেছে এক জন ব্যক্তি বার বার একটি ষাঁড়কে রাগিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও সেখানে অজস্র মানুষের জমায়েত। ষাঁড়টির শিঙে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। ষাঁড়টিকে রাগাতে বিভিন্ন অঙ্গভঙ্গির পাশাপাশি তিনি তার দিকে বালি ছোড়েন। আর ব্যাস তারপর‌ই ঘটে যায় ভয়াবহ ঘটনা।

অ্যানিম্যালসবিএনডি নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে নতুন করে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, শুরুতে ষাঁড়টি কিন্তু ক্ষেপে যায়নি। স্থিরই ছিল, লোকটিকে দেখছিল। বালি ছোঁড়ার পরেই ক্ষিপ্ত ষাঁড়টি তীর বেগে লোকটিকে আক্রমণ করে। একটি স্টেজের মতো জায়গায় উঠে গিয়েও পার পাননি লোকটি। ফুঁসতে থাকা ষাঁড়ের শিঙের গুঁতোয় শূন্যে উড়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান যুবক। এরপর তাকে বাঁচাতে ছুটে আসেন একদল লোক। কোনমতে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

দেখুন ভাইরাল হওয়া পুরোনো ভিডিওটি-



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now