সদ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফিরেছে ভারত। এখনও ভারতবাসীর মজে রয়েছে টিম ইন্ডিয়ার ভারত বিজয়ে। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি টিমে ছিলেন ভারতের অন্যতম উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। যদিও চোটের কারণে টিমে খেলেননি তিনি।
টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার পর তার এবং বিরাট কোহলির সেলিব্রেশনের ভিডিও দেখে দারুণ মজা পেয়েছিল তাদের ভক্তরা। আর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতে না হতেই বোনের বিয়ে দিলেন ঋষভ। আর তারকা ক্রিকেটারের বোনের বিয়েতে শামিল হলেন ভারতীয় ক্রিকেটের সব নামজাদা সেলিব্রেটিরা।
রীতিমতো লাফিয়ে লাফিয়ে নাচতে দেখা গেল ভারতীয় ক্রিকেটের একসময়ের দুই স্তম্ভ এবং দেশের রত্ন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং ক্রিকেটার সুরেশ রায়নাকে। পন্থের বোনের বিয়েতে ভীষণ রকম মজা করলেন তারা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে তাদের সেই লাফিয়ে লাফিয়ে নাচের ভিডিও।
Rishabh Pant, MS Dhoni and Suresh Raina dancing at Rishabh Pant's sister's sangeet ceremony 🕺🏻❤️ pic.twitter.com/pw232528w8
— Sandy (@flamboypant) March 11, 2025
মুসৌরিতে ঋষভের বোন সাক্ষী পন্থের বিয়েতে ‘সঙ্গীত’ অনুষ্ঠানের আসর বসেছে। আর আমন্ত্রিত অতিথিদের সেই তালিকায় রয়েছেন ধোনি এবং রায়না। আর সেখানেই ঋষভ, ধোনি এবং রায়না মাতিয়ে দিয়েছেন ডান্স ফ্লোর। ‘দমাদম মস্ত কলন্দর’ গানের তালে তালে নাচতে দেখা গিয়েছে তাদের। রীতিমতো একে অপরের কাঁধ ধরে ধরে লাফিয়ে লাফিয়ে নাচছেন ভারতীয় ক্রিকেটের দিন মহারথী। তাদেরকে এই রকম ভাবে আনন্দ করতে দেখে খুশি তাদের ভক্তরা।