আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

৩০৮ টা প্রেম, মাদকের আসক্তি একাধিক কারনে ঠাঁই হয়েছিল জেলে! চিনতে পারছেন এই বলিউড তারকাকে

Published on: February 12, 2025

কয়েক বছর আগেই তাঁর জীবন অবলম্বনে সেলুলয়েডের পর্দায় তৈরি হয়েছিল অভিনেতার বায়োপিক।‌ বলাই বাহুল্য, সেই ছবি মন জিতে নেয় দর্শকদের। বুঝতেই পারছেন নিশ্চয়ই কার কথা বলছি! তিনি বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। অভিনেত্রী নার্গিস ও গুরু দত্তের ছেলে মায়ের অত্যন্ত ভালোবাসায় অল্প বয়সেই বখে গিয়েছিলেন।

নারী সঙ্গ, মদ ছারখার করে দিয়েছিল তার জীবন। এরপর বেআইনি অস্ত্র রাখার অপরাধে জেল যাত্রা হয় তার। জানা যায়, জেলে থাকাকালীন কাগজের ঠোঙা বানিয়ে সময় কাটত অভিনেতার।‌ আর তিন বছরে সেই ঠোঙা বানিয়ে ৫০০ টাকা রোজগারও করেছিলেন মুন্নাভাই। প্রতিদিন ৫০ থেকে ১০০টা ঠোঙা তৈরি করতেন তিনি, আর সেই ঠোঙা প্রতি মিলত ২০ পয়সা।

সঞ্জয় দত্ত যে মাদকাসক্ত তাই শুরুর দিকে কিছুতেই বিশ্বাস করতেন না মা নার্গিস। ছেলের প্রতি তাঁর অন্ধ ভালোবাসা ছিল। শুধু কী তাই? নার্গিসের শুভাকাঙ্ক্ষীরা যখন তাঁর ছেলের এই মাদকাসক্তির কথা বলার চেষ্টা করেছিলেন, তখনও অভিনেত্রী তাঁদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, ”আমার ছেলে কখনও মদ্যপান করে না, মাদক সেবনও করে না।”

সঞ্জয় নিজেই জানিয়েছিলেন যে, তিনি নিজের জীবনে কম বেশি ৩০৮ জন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন। এই মহিলাদের মধ্যে আবার বেশ কিছু জন বলিউড অভিনেত্রীও ছিলেন। ২০২০ লকডাউনের মাঝে ক্যান্সারে আক্রান্ত হন অভিনেতা সঞ্জয় দত্ত। নিদারুণ শারীরিক কষ্ট সহ্য করে তিনি ফিরে আসেন সিনেমায় তার ইচ্ছে শক্তি ছিল এতটাই প্রবল।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now