বাড়বে কুয়াশা, ফের পারদ পতন রাজ্যে, কেমন থাকবে আগামী ক’দিনের আবহাওয়া?

By Bongnews24x7

Published On:

Follow Us

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি। না শীত না গরম। জানলা দরজা বন্ধ করলে কখনও বা গরম লেগে শরীর আনচান করছে আবার রাস্তায় বেরোলে গায়ে একটা কিছু না চাপালে হচ্ছে না। আর এই ওয়েদার‌ই ঠান্ডা লেগে যাওয়ার সবথেকে বেশি সম্ভাবনা। কিন্তু শীতের বিদায়ের মুখে দাঁড়িয়েও শীত যেন যাবনা যাবনা করছে।

জানুয়ারির শেষে গরম লাগলেও ফেব্রুয়ারিতে হঠাৎ করেই যেন একটু শীতের ছোঁয়া। ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফে রাজ্যের সাত জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। একই সঙ্গে জারি হয়েছে বৃষ্টির সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে কুয়াশার সতর্কতা জারি হয়েছে। ‌ আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে শুক্রবার থেকে পারদ পতন হবে। রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে।

আলিপুরের তরফে আর‌ও জানানো হয়েছে, আগামী ২ দিনে পারদ নামতে পারে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। তারপর আবার বাড়বে তাপমাত্রা।ফেব্রুয়ারিতেই বিদায় নেবে শীত। রবিবার থেকেই ফের বাড়বে পারদ। যদিও কলকাতা ও তৎসংলগ্ন এলাকায় বৃষ্টির কোন‌ও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now