স্বাস্থ্য অধিকর্তার দফতরেই মেলেনি হুইলচেয়ার! প্রতিবন্ধী স্বামীকে কাঁধে করে ব‌ইলেন স্ত্রী

By Bongnews24x7

Published On:

Follow Us

আমাদের দেশ ভারতবর্ষে এমন কিছু ভিন্ন ঘটনার মুখোমুখি আমাদের হতে হয় যা প্রশ্ন তোলে মানবতা নিয়ে। আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রগতিশীল এই দেশ আজও কতটা পিছিয়ে রয়েছে। ভারতবর্ষের গ্রামীণ বা আঞ্চলিক স্বাস্থ্য ব্যবস্থা যে ঠিক কতটা দুর্বল তার ছবিও স্পষ্ট হয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, নিজের প্রতিবন্ধী স্বামীর জন্য শংসাপত্র নিতে প্রতিবন্ধী স্বামীকে নিজের কাঁধে চাপিয়ে নিয়ে সিএম অফিসে এসেছেন এক তরুণী। আর এই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সিএম অফিসে এসেও জোটেনি কোনরকম হুইলচেয়ার বা স্ট্রেচার। সাহায্য করতেও এগিয়ে আসেননি কেউ। নিচের অশক্ত স্বামীকে কাঁধে করে ব‌ইছেন ওই তরুণী। এই মন ভারী করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রায়বেরিলিতে।

https://x.com/omsharma0203/status/1897106203018498219

প্রতিবন্ধী স্বামীকে না আনলে মিলবে না শংসাপত্র। আর তাই‌ স্বামীকে কাঁধে তুলে নিয়ে শংসাপত্র আনতে যান ওই তরুণী। কিন্তু সরকারি কেন্দ্রে মেলেনি ন্যূনতম সাহায্যটুকুও। খোদ মুখ্য স্বাস্থ্য অধিকর্তার দফতরেই ছিলনা স্ট্রেচার বা হুইলচেয়ারের ব্যবস্থা। একজন তরুণী কাঁধে করে তার স্বামীকে নিয়ে যেতে হচ্ছে, এর থেকে বেশি লজ্জার কী হতে পারে? এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই প্রবল সমালোচনা শুরু হয়েছে।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now