আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

সামনেই ছেলের বিয়ে নিজের বাড়িতে ডাকাতির ছক কষলেন মা, রিজেন্ট পার্ক কাণ্ডে বিরাট চমক

Published on: February 19, 2025

ভারতবর্ষের এমন এমন সব ঘটনা ঘটে যা রীতিমতো আমাদেরকে চমকে উঠতে বাধ্য করে।‌‌ আর সম্প্রতি সেই রকমই একটি ঘটনা ঘটেছে এবার শহর কলকাতায় (Kolkata) । ক’দিন ধরেই তিলোত্তমায় চুড়ি ডাকাতির (Robbery) ঘটনা বেশ চিন্তিত করেছে প্রশাসনকে। দমদমে বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতির পরেই রিজেন্ট পার্কে এক ডাকাতির ঘটনায় উত্তাল হয়েছিল শহর।

রিজেন্ট পার্ক (Regent Park) থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা চমকে দিয়েছিল সবাইকে। অবশেষে সেই দুঃসাহসিক ডাকাতির কিনারা করলো রিজেন্ট পার্ক থানার পুলিশ।‌ আর যে ঘটনা সামনে আসার পর রীতিমতো থ বনে গেছেন সবাই। নিজের বাড়িতে লুট পাটের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাড়ির গৃহকর্ত্রীকেই।

প্রথম থেকেই ওই মহিলার বর্ণনায় খটকা লেগেছিল পুলিশের। এরপর নাগাড়ে জেরায় ভেঙে পড়েন তিনি। সোনার গয়না হাতাতেই ডাকাতির গপ্পো ফেঁদেছিলেন ওই মহিলা।সোমবার ভর সন্ধেয় রিজেন্ট পার্কের ম্যুর অ্যাভিনিউতে, ওই মহিলার বাড়িতে দুষ্কৃতি হামলা হয় বলে অভিযোগ করেছিলেন অভিযুক্ত মহিলা। পুলিশকে অভিযোগ জানিয়ে তিনি বলেন তিনি বাড়িতে ছিলেন না এরপর তিনি যখন বাড়িতে ফেরেন তার পিছনে ঢোকে দুই যুবক। অনেকটা ডেলিভারি বয়ের মতো পোশাকে ছিল তারা।

তার অভিযোগ ছিল, জোর করে ফ্ল্যাটে ঢুকে তার মুখে কাপড় গুঁজে দেয় দুই দুষ্কৃতী। তারপর গলায় ছুরি ঠেকিয়ে, তাকে দিয়ে জোর করে আলমারি খুলিয়ে সোনার গয়না লুঠ করে পালায় দুষ্কৃতীরা। যদিও ওই মহিলা যে সময় বলেছিলেন সিসিটিভি ক্যামেরায় সেই সময়ে কোনরকম যুবক প্রবেশ করেননি বলেই দেখা যায়। এছাড়াও মহিলার কথায় একাধিক অসঙ্গতি মিলে ছিল। আর তাই তাকে ক্রমাগত জেরা করা হয়।

আর তাতেই উঠে আসে আসল সত্য। মহিলার বাপের বাড়িতে অর্থনৈতিক টানাপোড়েন চলছে।‌ আর এই মুহূর্তে মহিলার বাড়িতে তার ছেলের বিয়ে। ‌ যদিও সৎ ছেলে। আর সেই কারণেই নিজের বাড়িতেই ডাকাতির পরিকল্পনা করেন তিনি। চুরি করেন লক্ষাধিক টাকার গয়না। জামাইবাবু রাজা নাগের সঙ্গে হাত মিলিয়ে এই ডাকাতির গল্প ফাঁদেন তিনি। ইতিমধ্যেই ওই মহিলা ও তার জামাইবাবুকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now