কেউ আইনজীবী তো কেউ লেকচারার, কুম্ভে এনে মাকে ছেড়ে চলে গেলেন গুণধর ছেলেরা

By Bongnews24x7

Published On:

Follow Us

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে বর্তমান সময়ে দাঁড়িয়ে সব খবরই আমাদের হাতে চলে আসে। সেই সমস্ত খবরের ভিড়ে কিছু খবর আমাদের মন ভাল করে দেয় তো কিছু খবর চোখে জল নিয়ে আসে। আর এবার সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই রকমই এক খবর ভাইরাল হয়েছে। যে ঘটনা অত্যন্ত অমানবিক। যা শুনলে আপনার রাগ, ঘেন্না ছাড়া অন্য কিছু আসবে না।

কী সেই ঘটনা? বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষের সব মানুষেরা জানেন এই মুহূর্তে চলছে কুম্ভ মেলা। আর কুম্ভের এই মেলাকে ঘিরে ভারতবর্ষের মানুষের মধ্যে কাজ করছে এক আলাদা রকমের উন্মাদনা। প্রত্যহ লক্ষ লক্ষ মানুষের ভিড় হচ্ছে এই কুম্ভের মেলায়। পুণ্য অর্জনের নেশায় মানুষ ছুটে চলেছেন পবিত্র ত্রিবেণী সঙ্গমে স্নান করতে।

বহু মানুষ নিজের পরিবার-পরিজন, আত্মীয়- স্বজন, সবাইকে নিয়েই পূণ্য অর্জন করতে আসছেন। তবে এরই মধ্যে রয়েছে কিছু গুণধর। যারা কুম্ভের মেলায় মাকে দর্শন করানোর নামে নিয়ে এসে ছেড়ে রেখে চলে গেছে। মহাকুম্ভের মেলায় তিন দিন ধরে ছেলেদের খোঁজে ঘুরে বেড়াচ্ছিলেন ওই বৃদ্ধ। ৮০ বছর বয়সী ওই বৃদ্ধার নাম রেখা দ্বিবেদী।

মহাকুম্ভের মেলায় হন্যে হয় নিজের ছেলেদের খুঁজে বেড়াচ্ছিলেন ওই বৃদ্ধা। কিন্তু কেউ আসেনি তাকে নিতে। মহাকুম্ভের মেলায় কেউ হারিয়ে গেলে খুঁজে পাওয়ার জন্য রয়েছে লস্ট এন্ড ফাউন্ড সেন্টার। সেখান থেকেই ওই বৃদ্ধার ছেলেদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা স্পষ্ট জানিয়ে দেন তারা মায়ের দায়িত্ব নিতে চান না।

কিন্তু মা তো মাই হন। আর তাই এই ক্ষেত্রেও নিজের ছেলেদের দোষ দেখতে পারেননি ওই বৃদ্ধা। ছেলেরা তাকে ফিরিয়ে নেবে না জানার পরেও তিনি বলেন ওরা কুসন্তান নয় ওরা খুব অসহায়। যদিও এই বৃদ্ধার সন্তানরা ঠিক কতটা অসহায় তা জানা যায়নি কারণ তার সন্তানরা প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত। কেউ হাইকোর্টের আইনজীবী তো কেউ কলেজের লেকচারার। কিন্তু তা সত্ত্বেও মায়ের দায়িত্ব নিতে অপরাগ তারা।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now