আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

যত্রতত্র পান, গুটখা খেয়ে পিক ফেললে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা! কড়া আইন আনছে মমতা সরকার

Published on: February 5, 2025
যত্রতত্র পান, গুটখা খেয়ে পিক ফেললে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা! কড়া আইন আনছে মমতা সরকার

ভারতবর্ষে এমন কোন রাস্তা, স্থাপত্য নেই যেখানে পান, গুটখার দাগ দেখা যায় না। ব্রিজ থেকে শুরু করে রাস্তাঘাট সর্বত্রই পান, গুটখার পিকে লাল। নতুন কোন জায়গা উদ্ধোধন হ‌ওয়ার সেই জায়গায় লালে লাল রং হতে বড়জোর একমাস। এই ঘটনার হাত থেকে যেন কোনভাবেই নিস্তার মিলছে না।

কিন্তু যারা পান, গুটখার পিক ফেলে রাস্তাঘাট নোংরা করেন তাদের এবার সাবধান হওয়ার দিন আসছে। কারণ আসছে কড়া আইন। পান বা গুটখা খেয়ে যত্রতত্র পিক ফেললে এবার থেকে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। এমনই কড়া আইন আনার পথে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

যত্রতত্র পান, গুটখা খেয়ে পিক ফেললে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা! কড়া আইন আনছে মমতা সরকার
যত্রতত্র পান, গুটখা খেয়ে পিক ফেললে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা! কড়া আইন আনছে মমতা সরকার

শহরে সর্বত্র এইরকম পান-গুটখার পিক দেখে যারপরনাই বিরক্ত বাংলার মুখ্যমন্ত্রী। শহরকে নীল-সাদা রঙে সাজিয়েছেন তিনি। জোর দিয়েছেন সৌন্দর্যায়নে। কিন্তু এই সমস্ত পান- গুটখা সেবনকারীরা শহরের সৌন্দর্যকে ভীষণভাবে নোংরা করছে। মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

শুধু তাই নয় যত্রতত্র প্রস্রাব করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আর এই সমস্ত সমস্যা সমাধানে আর‌ও কঠোর আইন আনা যায় কিনা বা জরিমানার অঙ্ক বাড়ানো যায় কিনা সেই নিয়ে পর্যালোচনা করা হয়।বিধানসভায় নতুন বিলে যত্রতত্র পান-গুটখার পিক, থুতু ফেলার শাস্তিস্বরূপ মোটা জরিমানা কার্যকর হতে চলেছে। মন্ত্রীসভার অনুমোদন ইতিমধ্যেই মিলে গেছে।‌ এবার বিধানসভায় বিল পাশ হওয়া শুধু সময়ের অপেক্ষা। আর এবার যত্রতত্র যেখানে সেখানে পান, গুটখার পিক ফেললে এক হাজার টাকা জরিমানা হতে পারে।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now