আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

বিরাট কোহলিকে ক্যাপ্টেন চাই! জল্পনা উস্কে দিয়েছেন কোচ গম্ভীরই, বাদ যাবেন রোহিত?

Published on: February 8, 2025

বর্তমান সময়ে ভারতবর্ষীয় ক্রিকেটে যে দুই তারকার নাম সব থেকে আগে আসে তারা হলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে এবার বলাই বাহুল‌্য, দুই তারকাই কিন্তু ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করতে পারছেন না! আর এর‌ই মধ্যে এবার আশঙ্কা করা হচ্ছে রোহিত শর্মার হাত থেকে সরতে পারে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন্সি!

তবে কি এবার রোহিত শর্মার হাত থেকে সরে যেতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন্সি? আসলে এই রকমই এক শোরগোল ফেলা খবর এবার সামনে এসেছে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিতকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে বলেছে বোর্ড।‌ আর এরই মধ্যে এবার শোনা যাচ্ছে, ক্যাপ্টেন হিসেবে নাকি বিরাট কোহলিকে বেছে নিতে পারেন গৌতম গম্ভীর।‌

কিং কোহলিকেই ফের ক্যাপ্টেন হিসেবে ফেরত চাইছেন গুরুগম্ভীর! আসলে জানা গেছে গম্ভীর নাকি মত প্রকাশ করে বলেছেন কোহলি জামানায় কোন‌ও বড় ট্রফি না জিতলেও বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেরিয়েছে ভারত।‌ বিরাটের আগ্রাসন ভারতের পক্ষে কাজ করেছে। ‌আর সেই আগ্রাসনের এখন অভাব ভারতীয় ক্রিকেট দলের। আর তাই গুরু চাইছেন কোহলি টেস্ট ক্যাপ্টেন হয়ে ফিরুক। বিরাটের আগ্রাসী নেতৃত্বে খেলার সময় ভারতীয় দল ভালো খেলেছে, বিশেষ করে বিদেশের মাটিতে।

তবে কি আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে অধিনায়ক পরিবর্তন করবে ভারত? রোহিতের পর ভারতীয় টেস্ট টিমের ক্যাপ্টেন কে হবেন সেই নিয়ে এখনও কোন‌ও সিদ্ধান্ত নেওয়া হয়নি। গম্ভীর চাইছেন অন্তর্বর্তীকালীন ক্যাপ্টেন হিসেবে দলে ফিরুক কোহলি। যদিও ভারতীয় টেস্ট টিমের ক্যাপ্টেন্সি আর করবেন কিনা কিং কোহলি সেই বিষয়ে কিছু জানা যায়নি।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now