আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

৪৬০ কোটির সম্পত্তি! দেশের নামজাদা শিল্পপতির করুন পরিণতি নাতির হাতে

Published on: February 10, 2025

প্রথমে শুরু হয়েছিল সম্পত্তি নিয়ে বিবাদ। তারপর কথা কাটাকাটি। অতঃপর খুন। সম্পত্তি নিয়ে তীব্র বিবাদের জেরে খুন হয়ে গেলেন ভারতবর্ষের অন্যতম নামজাদা ব্যবসায়ী। তাও আবার নিজের নাতির হাতে। পৈশাচিক এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।‌ রীতিমতো নৃশংসভাবে কুপিয়ে নিজের দাদুকে খুন করেন ওই নাতি।

নিজের নাতির হাতে খুন হয়েছেন ভেলজান শিল্প গোষ্ঠীর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর জনার্দন রাও। তাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে তাঁর‌ই ২৮ বছর বয়সি নাতি কীর্তি তেজা৷ ইতিমধ্যেই জনার্দন রাওয়ের নাতিকে গ্রেফতার করেছে পুলিশ৷ আমেরিকা থেকে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে ফিরেছিলেন ওই যুবক৷ লক্ষ্য ছিল দাদুর চেয়ার। লক্ষ্য পূরণ না হ‌ওয়াতেই খুন।

উল্লেখ্য, এই ভেলজান শিল্পগোষ্ঠী হাইড্রলিক যন্ত্রাংশ, জাহাজ নির্মাণ, শক্তি এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জাম নির্মাণের সঙ্গে যুক্ত ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় সংস্থা৷ বর্তমানে এই শিল্পগোষ্ঠীর বাজারমূল্য ৪৬০ কোটি টাকা৷ সম্প্রতি জনার্দন রাও নিজের বড় মেয়ের ছেলে শ্রীকৃষ্ণকে ভেলজান গোষ্ঠীর ডিরেক্টর পদে নিয়োগ করেন৷ অন্যদিকে, মেজ মেয়ের ছেলে কীর্তিকে চার কোটি টাকা মূল্যের শেয়ার হস্তান্তর করেছিলেন তিনি৷ যদিও কীর্তির লক্ষ্য ছিল ডিরেক্টরের গদি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মা সরোজিনী দেবীর সঙ্গে হায়দরাবাদে জনার্দন রাওয়ের বাড়িতে যান কীর্তি৷ মা চা করতে গেলে ৮৬ বছর বয়সি জনার্দনের সঙ্গে ডিরেক্টর পদ নিয়ে বচসা শুরু হয় কীর্তির৷ এরপর‌ই জনার্দনকে কোপাতে শুরু করে কীর্তি। ৭০ টি ছুরির আঘাতের চিহ্ন মিলেছে শরীর থেকে। কীর্তির মা ছুটে এলে তাকেও কোপাতে শুরু করে কীর্তি। বর্তমানে তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। দাদু ছোটবেলা থেকেই তাকে অবহেলা করেছেন বলে অভিযোগ ছিল নাতির।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now