আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

সময় বাঁচাতে গিয়ে যেতে বসল প্রাণ! রেলিং টপকাতে গিয়ে উল্টে পাথরে মাথা ঠুকলো যুবকের

Published on: February 22, 2025

ভারতবর্ষের মতো জনবহুল দেশে মানুষজনকে নিয়ন্ত্রণ করা ভীষণই দুর্বিষহ একটা কাজ। কারণ এখানে মানুষজনকে কথা শোনানোটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে নজরদারির অভাব তো রয়েছেই যার কারণে ঘটে যায় বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বড়সড় দুর্ঘটনা।

কানে হেডফোন লাগিয়ে রাস্তা পারাপার থেকে লাইন পারাপার করা হোক কিংবা ওভারব্রিজ, ফুট ব্রিজ না নিয়ে লাইন টপকে এপার ওপার করা মানুষের কোন‌ও স্বভাবই যায় না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা গেছে সময় বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারাচ্ছিলেন এক যুবক।

ঘটনা কি? ‘অফিসিয়াল সুনীল বালওয়াদা’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে, এক যুবক সময় বাঁচানোর জন্য বুক সমান রেলিং টপকে পাড়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ওভারব্রিজ, সাবওয়ে থাকা সত্ত্বেও সেইসবের ধার ধারেননি তিনি। সোজা টপকানোর চেষ্টা করেন। আর তাতেই বিপত্তি।

মোবাইল ক্যামেরায় বন্দি হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে, রেললাইনের পাশ দিয়ে নেমে দুই লাইনের মাঝে থাকা রেলিংয়ে চড়ে বসে ওই যুবক। তারপর দুই পা ঘুরিয়ে রেলিং থেকে নামতে গিয়ে টাল সামলাতে না পেরে সজোরে পড়েন নিচে। জানা গেছে এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের একটি রেল স্টেশনে। ‌

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে, রেল লাইনের উপর পড়ে থাকা পাথরে সজোড়ে মাথা ঢুকে যায় ওই যুবকের। বেকায়দায় পড়ার জন্য বেশ গুরুতরই আঘাত লেগেছে ওই যুবকের। একেই বলে হয়ত যেচে বিপদ ডেকে আনা। বারবার নিষেধ করা সত্ত্বেও হুঁশ ফিরে না আমজনতার। আর যার জেরেই ঘটে যায় বিপত্তি।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now