১৭ বছর বয়সে শেষ ঘুমিয়ে ছিলেন! তারপর সুদীর্ঘ ৬৩ বছর ঘুমাননি এই বৃদ্ধ

By Bongnews24x7

Updated On:

Follow Us

ঘুম মানুষের জীবনের অবিচ্ছেদ্য বিষয়।‌ চিকিৎসকরা বলে থাকেন দিনে একটি পর্যাপ্ত সময় পর্যন্ত না ঘুমালে শরীর একাধিক রোগের সৃষ্টি হয়। ঘুম কম হলেই গোটা দিনটা কেমন ম্যাজ ম্যাজ করতে থাকে। মাথা ঠিক করে কাজ করে না। কিন্তু এই বিশ্বের এমন একজন মানুষ রয়েছেন যিনি বিগত ৬৩ বছর ধরে চোখ বন্ধ করেননি। ভাবা যায়?

রীতিমতো অসাধ্য রকমের এই কাজ সাধন করেছেন ভিয়েতনামের এক ব্যক্তি। হ্যাঁ, সুদীর্ঘ ৬৩ বছর ধরে ঘুমাননি ওই ব্যক্তি। জানা যায় ওই ব্যক্তি নাকি ১৭ বছর বয়সে শেষবারের মতো ঘুমিয়ে ছিলেন। তারপর আর কোনদিনও চোখের পাতায় করেননি। ‌বর্তমানে ওই ব্যক্তির বয়স ৮১।‌

বিশেষ রকমের ক্ষমতাবান ওই ব্যক্তির নাম থাই নক। তিনি পেশায় একজন কৃষক। ঘুম যেখানে মানুষের সহজাত প্রবৃত্তি সেখানে কেন ওই ব্যক্তি ৬৩ বছর ধরে ঘুমাননি? জানা গেছে, ১৯৬২ সালে ওই ব্যক্তির নাকি ম্যালেরিয়া হয়েছিল। আর তারপর থেকেই তিনি অনিদ্রা রোগে আক্রান্ত হন।

যদিও এই রোগ থেকে মুক্তির জন্য তিনি বহু চিকিৎসক দেখিয়েছেন। নিয়মিত ওষুধ খেয়েছেন। কিন্তু, সবকিছুই ব্যর্থ হয়েছে। চোখে ঘুম আসেনি ওই ব্যক্তির। যদিও ঘুম না আসার জন্য তিনি যথেষ্ট কষ্টই পান। ওই কৃষকের কথায় “অন্যদের ঘুমাতে দেখে উত্তেজিত হয়ে যাই। নিজে ঘুমাতে না পেরে রাতের বেলা মাঠে চলে যাই। চুপচাপ বসে থাকি। ঘুম না আসা বা বয়স কোনটাই তার শারীরিক সক্ষমতায় বাঁধা হয়ে দাঁড়ায়নি।

যদিও তার এই ঘুম না আসা তার পরিবারের কাছে দীর্ঘদিন ধরেই চিন্তার বিষয়। এই বিষয়ে অবশ্য নানা মুনির নানা মত। অনেকে বলেন, ১৯৬২ সালে ভিয়েতনাম যুদ্ধের পর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের ফলে এই অনিদ্রা রোগে আক্রান্ত হয়েছেন ওই বৃদ্ধ। যদিও এই বিষয়ে কোন‌ও সঠিক তথ্য এখন‌ও মেলেনি।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now