ভারতবর্ষে যাত্রী পরিষেবায় অন্যতম মূল মাধ্যম অবশ্যই রেল পরিষেবা। এই পরিষেবা ব্যতীত ভারতবর্ষের যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল। অল্প পয়সা ব্যায়ে অধিক রাস্তা অতিক্রম করার জন্য আছো, ভারতবর্ষের মতো দেশের লোকেদের কাছে ভরসার অপর নাম রেল পরিষেবা।
বিভিন্ন রেল দুর্ঘটনা, রেলে চুরি ছিনতাই মানুষের মনে ভয় ধরায় ঠিকই, কিন্তু এই ট্রেন ছাড়া যে দেশবাসী অচল। অল্প কিছুটা রাস্তার জন্য লোকাল ট্রেন, দূরে যাওয়ার জন্য দূরপাল্লার ট্রেন ভারতবাসী আজও প্রধান ভরসা। তবে দুর পাল্লায় যাওয়ার জন্য এসি ট্রেনের ব্যবস্থা থাকলেও কাছাকাছি যাওয়ার জন্য সেই অর্থে লোকাল ট্রেনের ব্যবস্থা বাংলায় নেই।
আর এবার সেই যাত্রী দুর্ভোগ কাটতে চলেছে। আর এবার গরমের দিনে লোকাল ট্রেনে ঘেমে নেয়ে চান করে প্যাচপ্যাচ গরমে যাতায়াত করতে হবে না। কারো এবার স্বস্তির স্বাদ পেতে চলেছে বঙ্গবাসী। এবার মুম্বাইয়ের মতোই এই রাজ্যের মানুষেরাও এসি লোকাল ট্রেনের স্বাদ পেতে চলেছেন। শীত ফুরিয়ে আসার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এসি লোকাল ট্রেনের ছবি ।
জানা গেছে, ইতিমধ্যেই বাংলার যাত্রী পরিষেবায় বিশেষ নজর দিয়ে শিয়ালদা ডিভিশনে এসি লোকাল ট্রেনের পরীক্ষামূলক প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। শিয়ালদহ ডিভিশনের তরফে রেল কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে আবেদন জানানো হয়েছিল বলে খবর। এই বিষয়ে আরও জানা গেছে, এসি রেক তৈরি হওয়া শুরু হয়ে গেছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। রেকটি ছুটতে পারে হাওড়া কিংবা শিয়ালদহ ডিভিশনে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে শিয়ালদহ ডিভিশনে এই ট্রেন চলার সম্ভাবনা বেশি। তবে দুই গুরুত্বপূর্ণ লাইনে অর্থাৎ হাওড়া ও শিয়ালদহ দুটোতেই এসি ট্রেন চালানো যায় তাহলে যাত্রী পরিষেবা উন্নতির দিকে অনেক পা এগিয়ে যাওয়া যাবে।