বিশ্বখ্যাত গায়কের বাড়িতে ব্রিটিশ গায়ক! স্কুটিতে বসিয়ে এড শিরনকে জিয়াগঞ্জ ঘুরিয়ে দেখালেন অরিজিৎ

By Bongnews24x7

Published On:

Follow Us

তিনি নিজে ভীষণ রকম মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন। এলিট ব্যাপারটা তাকে কোনভাবেই ছুঁতে পারেনা।‌ আর তাই আকাশ ছুঁয়েও তাঁর পা সদাই মাটিতে থাকে। গায়কের এই ভীষণ সরলতাতেই মজে আপামর দেশবাসী। উল্লেখ্য, বর্তমানে টলিউড ও বলিউডের ‘মেলোডি কিং’ তিনিই। বিশ্বজোড়া খ্যাতি তাঁর।‌ সঙ্গীত জগতে এই গায়কের জনপ্রিয়তা আজ‌ও আকাশছোঁয়া।

বলাই বাহুল্য, রোম্যান্টিক গান হোক বা ট্রাজেডি, বা বিরহে ভরা কোনও সুর, তাঁর গানে মোহিত হননি এমন মানুষ বোধ হয় ভূ-ভারতে খুঁজে পাওয়া যাবে না। তিনি যেমন বড় মনের মানুষ তেমন‌ই অত্যন্ত সাধারণভাবে জীবন যাপনে অভ্যস্ত। আর তাঁর মতোই সাদামাটা জীবন যাপন করে থাকেন আর‌ও এক বিশ্ব বিখ্যাত পপ গায়ক। এড শিরন।

বিভিন্ন সময় ভারতবর্ষে শো করেছেন এড শিরন। তবে এবার এক ভিন্ন কাজে এসেছেন তিনি। একেবারে বাংলায়। নিজের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু অরিজিৎ সিং-এর আমন্ত্রণে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এসেছেন এড। একাধিকবার ভারতে এলেও অরিজিতের আসল বাড়িতে আসা হয়নি তার। আর তাই এবার বাংলায় তিনি।

উল্লেখ্য, সোমবার সকালে বেঙ্গালুরু থেকে কলকাতায় পৌঁছন এড। এরপর সোজা জিয়াগঞ্জে। বিশ্বখ্যাত পপ তারকাকে নিজের জন্মভিটে ঘুরিয়ে দেখান অরিজিৎ। সোমবার বিকালে দেখা যায় নৌকাবিহার করতে। আর রাতে রীতিমতো স্কুটির পিছনে চেপে শহর ঘুরলেন দুজনে। এমনিতে অরিজিতকে মাঝেমধ্যেই স্কুটিতে চেপে ঘুরে বেড়াতে দেখা যায়। আর এবার তার সঙ্গী হলেন এড শিরন।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now