দুজনে একসঙ্গে বেরিয়েছিলেন নিয়ন্ত্রণ রেখায় টহল দিতে। একই রেজিমেন্টে কাজ করতেন। দুজনের বাড়িতেই চলছিল বিয়ের কথাবার্তা। কিন্তু এক লহমায় যেন সব শেষ। জঙ্গিদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে শহীদ সেনার দুই ক্যাপ্টেনের। দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের আখনুরে।
এই ঘটনায় প্রয়াত হয়েছেন ক্যাপ্টেন করমজিৎ সিংহ বক্সী (২৭)। ও মুকেশ সিংহ মানহাস (২৯)। আগামী ২০ই এপ্রিল বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছিল মুকেশের। বাড়ি সাজাচ্ছিলেন। কিছুদিনের জন্য এসে বাড়ির কাজের তদারকিও করে গেছেন। ফের কাজে যোগ দিয়েছিলেন ২৮ শে জানুয়ারি। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই মানহাস পরিবারে স্তব্ধতা।
করমজিতের বাড়ি ঝাড়খণ্ডের হাজারিবাগে। মাত্র ১০ দিন আগেই বাড়িতে গিয়েছিলেন তিনি। হঠাৎই করেই সব ওলটপালট হয়ে গেল। বাড়ি এসে তিনিও নিজের বিয়ে করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন পরিবারের সবাইকে। সেনারই এক চিকিৎসককে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন করমজিৎ।
আগামী ৫ এপ্রিলে বিয়ের দিনও স্থির করে ফেলেছিলেন তাঁরা। এই নিয়ে বেশ খুশি ছিলেন পরিবারের সবাইও। করমজিতের বাবা সর্দার অজিন্দর সিংহের রেস্তরাঁর ব্যবসা রয়েছে। একমাত্র পুত্রের মৃত্যুতে গভীর শোকস্তব্ধ তিনি।