আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

৮২ তে থামল পথচলা! চলে গেলেন ‘আমি বাংলায় গান গাই’ খ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়

Published on: February 15, 2025

বছরের শুরু থেকেই একের পর এক খারাপ খবরের ভিড়ে ফের আর‌ও এক খারাপ খবর।‌ চলে গেলেন আর‌ও এক গুণী শিল্পী। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অন্ত্রের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। অস্ত্রোপচারের পর হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি।

কিন্তু অবস্থার উন্নতি হয়নি। ক্রমশই অবনতি হচ্ছিল। চলতি সপ্তাহের সোমবার থেকে অবস্থা আর‌ও খারাপ হয়। এমনকি শিল্পীকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এমনকি তার ডাকে নাকি সাড়াও দেন তাঁর প্রতুল দাদা। কিন্তু সবার সব ডাককে বিফল করে দিয়ে চলে গেলেন ‘আমি বাংলায় গান গাই’ খ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়।

শুধু কি তাই? হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসকদের ‘আমি বাংলায় গান গাই’ গেয়ে শোনান প্রবীণ গায়ক। বরিশালে জন্মগ্রহণ করলেও তাঁর বড় হয়ে ওঠা চুঁচুড়ায়। নিজের গানে কখন‌ও বাদ্যযন্ত্রের ব্যবহার করেননি এই শিল্পী। শুধুমাত্র কন্ঠের জাদুতেই ভুবন ভরিয়েছিলেন। এমনকি নিজে কোনদিনও প্রথাগত কোন‌ও তালিম‌ও নেননি কারোর কাছ থেকে।‌

শুরুতে শিল্পীদের সঙ্গে মিলে অ্যালবাম প্রকাশ করলেও পরবর্তীতে বেশ অনেকগুলি একক অ্যালবাম প্রকাশ করেছিলেন তিনি। তাঁর অ্যালবামগুলোর মধ্যে জনপ্রিয় ‘পাথরে পাথরে নাচে আগুন’, ‘যেতে হবে’, তোমাকে দেখেছিলাম’, ‘স্বপনপুরে’, ‘অনেক নতুন বন্ধু হোক’, ‘হযবরল’, ‘দুই কানুর উপাখ্যান’, ‘ছোকরা চাঁদ’ ইত্যাদি। বলাই বাহুল্য, বাঙালির মননে চিরকাল বেঁচে থাকবেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now