আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

পুণ্যের তাড়নায় মা’কে বাড়িতে আটকে কুম্ভে গেলেন ছেলে-বৌমা! খিদের জ্বালায় চিৎকার বৃদ্ধার

Published on: February 20, 2025

এই মুহূর্তে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj ) চলছে মহাকুম্ভের মেলা (Mahakumbh)। ১৪৪ বছর পর এসেছে মহাকুম্ভ যোগ।‌ আর তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউ। ‌ গত ১৩ ই জানুয়ারি থেকে শুরু হয়েছে এই মহা কুম্ভের মেলা। শেষ হবে মহা শিবরাত্রিতে অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারি।

আর তাই এখন হাতে অল্প সময়।‌ যে যেভাবে পারছেন পুণ্য অর্জনের জন্য ছুটে চলেছেন প্রয়াগরাজে। আর সেই জন্য মানুষ যে কোন‌ও রকমের মূল্য চোকাতে প্রস্তুত।‌ সম্প্রতি এমন একটি ঘটনার কথা জানা গেছে যা জানার পর আপনার চক্ষু বিস্তারিত হবে। ছেলেও এমন হয়!

ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের রামগড় জেলায়। যেখানে মাকে তালাবন্দী করে পুত্র, পুত্রবধূ ও নাতি তীর্থ করতে মহা কুম্ভে গেছে। এদিক বাড়িতে পর্যাপ্ত খাবার না থাকায় খিদের তাড়নায় ছটফট করতে থাকেন ওই বৃদ্ধা। তাকে উদ্ধার করেন পাড়া-প্রতিবেশীরা। ঘটনা এমন জায়গায় পৌঁছেছিল ওই বৃদ্ধা নাকি খিদের তাড়নায় প্লাস্টিক পর্যন্ত খেতে গিয়েছিলেন।

৬৫ বছরের ওই বৃদ্ধার নাম সঞ্জু দেবী। তাঁর পুত্র অখিলেশ প্রজাপতি কিছু দিন আগে প্রয়াগরাজে গিয়েছেন। তিন দিন তালাবন্দি ছিলেন ওই বৃদ্ধা। প্রতিবেশীরা ওই বৃদ্ধার চিৎকার শুনে তাকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় বৃদ্ধার মেয়েকে তিনি এসে নিয়ে যান মাকে।‌ যদিও ভাইয়ের নামে থানায় অভিযোগ করেন। তবে ভাইয়ের দাবি তিনি পর্যাপ্ত খাবার দিয়েই মায়ের অনুমতি নিয়েই কুম্ভে গিয়েছিলেন।

কিন্তু এই দাবি মানতে নারাজ বৃদ্ধার কন্যা। এমনকি তিনি দাবি করেছেন তারা যে মাকে তালাবন্দি করে কুম্ভে যাচ্ছেন সেই সংবাদটুকুও তার কাছে ছিল না। এই অমানবিক ঘটনা দেখে রীতিমতো সম্ভিত পাড়া-প্রতিবেশীরা, যদিও এখনও ওই পুত্র, পুত্রবধূর নামে কোন‌ও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now