মারণ রোগ ক্যান্সার থাবা বসিয়েছে শরীরে, শরীরের লড়াই সামলে এবার বিয়ের পিঁড়িতে হিনা খান! পাত্র কে?

By Bongnews24x7

Published On:

Follow Us

ভারতীয় টেলিভিশনের অন্যতম দাপুটে এবং জনপ্রিয় অভিনেত্রী তিনি। হিন্দি টেলিভিশনের ‘অক্ষরা’ চরিত্রে তার অভিনয় আজও মনে রেখেছে ভারতবাসী। একটি ধারাবাহিক দিয়েই যে তারকা হওয়া যায় তার অন্যতম প্রমাণ তিনি। একটি ধারাবাহিকেই দীর্ঘদিন ধরে অভিনয় করে ভারতীয় দর্শকের মনে নিজের স্থায়ী আসন পাকা করে নিয়েছিলেন অভিনেত্রী হিনা খান।

এরপরে অবশ্য অন্যান্য অনেক রিয়ালিটি শোতে অংশগ্রহণ করতে দেখা গেছে। সোশ্যাল মাধ্যমে ও দারুণ সচল তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের ভক্ত দর্শকদের সঙ্গে নিয়মিত যোগাযোগে থাকেন এই অভিনেত্রী। কিন্তু কিছুদিন আগেই মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এই সাহসী অভিনেত্রী।

বলাই বাহুল্য, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েও তার মনের সাহস, মুখের হাসি বিলীন হয়নি। বরং প্রতিটা মুহূর্তে লড়াই করেছেন, করছেন। এবং বর্তমানে ক্যান্সারে আক্রান্ত বহু মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। আর অভিনেত্রীর এই কঠিন সময়ে যিনি নিজের সবটুকু দিয়ে তাকে আগলে রেখেছেন তিনি হিনার প্রেমিক রকি জয়সওয়াল। দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক তাদের। ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে ধারাবাহিকের শুটিং সেট থেকেই এই প্রেমের শুরুয়াত।

আদতে কলকাতার ছেলের রকির সঙ্গে হিনার সম্পর্ক নিয়ে কটাক্ষ কম হয়নি। কিন্তু কেউই কারর হাত ছাড়েননি। কিন্তু কবে বিয়ে করবেন তারা? নিজেদের সম্পর্ককে কবে পরিণতির এগিয়ে নিয়ে যাবেন? সেই প্রশ্নের উত্তর চান তাদের ভক্তরা। সম্প্রতি এক রন্ধন প্রতিযোগিতার সেটে রকির সঙ্গে উপস্থিত হন হিনা। সেখানে এমন কায়দায় তাঁদের আপ্যায়ন করা হয়, যেন তারা বিয়ে করে ঢুকছেন। এই প্রতিযোগিতার অন্য সদস্যরা একেবারে বরণ করে সেটে ঢোকান যুগলকে। যেন তাদের সদ্য বিয়ে হয়েছে। যদিও পর্দায় এই ঘটনা ঘটলেও এবার বাস্তবে এই ঘটনা দেখতে চান তাদের ভক্তরা।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now