ভারতীয় পরিবহন ব্যবস্থায় সবথেকে প্রধান নাম রেল পরিষেবা। আজও মধ্যবিত্ত ভারতীয়দের প্রধান ভরসা রেল ব্যবস্থা। আর হবে নাই বা কেন পকেট সাশ্রয়ী যে। লোকাল থেকে এক্সপ্রেস সব ধরনের ট্রেনই ভারতীয় জনজীবনের গুরুত্বপূর্ণ অংশ।
ভারতীয় রেলের জেনারেল, এসি দু’ধরনের কামরা হয়। এসি কামরায় জনসাধারণের জন্য দেওয়া হয়ে থাকে বালিশ, চাদর, কম্বল, টাওয়েল। আবার সবকিছুর কভার দেওয়া হয়। তবে অনেকেই এই সমস্ত জিনিসকে নিজের মনে করে বাড়ি নিয়ে যাওয়ার ভুল করে ফেলেন। তবে জানেন কি তা করা দণ্ডনীয় অপরাধ।
আসলে এক্সপ্রেস ট্রেন থেকে বালিশ, বিছানার চাদর চুরি করলে মারাত্মক ফল ভুগতে যাত্রীকে। জরিমানা তো হবেই তার সঙ্গে সশ্রম কারাদণ্ড। এই পণ্য চুরির খেসারত রেলের কর্মীদের বহন করতে হয়। বেড রোল চুরি গেলে তাদের মাইনে থেকে কেটে নেওয়া হয় টাকা। আর যদি আপনি ধরা পড়েন তাহলে হতে পারে মোটা অঙ্কের জরিমানা সঙ্গে কারাদন্ড।
উল্লেখ্য, আপনার অবগতির জন্য জানিয়ে রাখি, ট্রেনে ভ্রমণের সময় আপনি যদি ভুলেও বিছানার চাদর, বালিশ, তোয়ালে বা কম্বল চুরি করে নিয়ে যান, তাহলে রেলওয়ে আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে।
উল্লেখ্য, রেলওয়ে সম্পত্তি আইন ১৯৬৬ অনুযায়ী, রেলে চুরির জিনিসসহ যদি প্রথমবার আপনি ধরা পড়েন তাহলে ১০০০ টাকা জরিমানা বা এক বছরের কারাদণ্ড হতে পারে। আর যদি আপনি একের অধিকবার অনেক জিনিস সহ ধরা পড়েন অর্থাৎ মামলা গুরুতর হলে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানার উল্লেখ রয়েছে।