আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

মাস গেলে শামির থেকে কত টাকা করে নেন প্রাক্তন স্ত্রী হাসিন জাহান? অঙ্ক শুনলে চমকাবেন

Published on: March 12, 2025

আজ তিনদিন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর ফের আর‌ও একটা আইসিসি খেতাব জিতেছে দেশ। খুশির জোয়ারে ভাসছে ভারতবর্ষ। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভারত বিশ্বমঞ্চে শ্রেষ্ঠ হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি পরবর্তী এবার শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। অর্থাৎ নতুন উত্তেজনা শুরু। আগামী ২২শে মার্চ শুরু হতে চলেছে আইপিএল। ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

দীর্ঘ চোট ভোগের পর চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওডিআই টিমে ফেরেন ভারতবর্ষের তারকা বোলার মহম্মদ শামি। আগুনে বোলিং করেন তিনি।
টুর্নামেন্টে ৯ উইকেট নিয়েছেন তিনি। যখন‌ই ভারতের প্রয়োজন হয়েছে তখন‌ই উইকেট নিয়ে টিমকে ম্যাচে ফিরিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেটের এহেন দামি বোলারের ব্যক্তিগত জীবনটা কিন্তু বেশ জটিল।

ভারতীয় ক্রিকেটের ভক্তরা নিঃসন্দেহে মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানকে চিনে থাকবেন। আদতে চিয়ার লিডার ছিলেন।‌ সেখান থেকেই প্রেম ভালোবাসা, অতঃপর বিয়ে, সন্তান। কিন্তু অচিরেই ভাঙে সম্পর্ক। বিভিন্ন রকমের অভিযোগ করেছিলেন হাসিন জাহান শামির বিরুদ্ধে। চেয়েছিলেন তার কেরিয়ার নষ্ট করে দিতে। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনের জন্য কেরিয়ারকে নষ্ট হতে দেননি শামি। ফোকাস করেন খেলায়।

জানেন শামির কাছ থেকে মাস গেলে ঠিক কত টাকা খোরপোষ পান হাসিন জাহান? ২০১৭ সালের শামির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন হাসিনা। সেই সময় মাস গেলে ১০ লক্ষ টাকা করে চেয়েছিলেন তিনি। ৭ লক্ষ টাকা তার এবং তিন লক্ষ টাকা কন্যার। তার দাবি ছিল বোর্ডের সঙ্গে চুক্তির জন্য সাত কোটি টাকা করে পান শামি। তাই তার কাছে মাসিক ১০ লক্ষ টাকা দেওয়া কোন ব্যাপারই নয়। যদিও ২০২৩ সালে আদালত শামিকে নির্দেশ দেয় হাসিনকে মাস গেলে ১ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়ার‌। যদিও আদালতের নির্দেশ একেবারেই পছন্দ হয়নি হাসিনের।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now