আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

দোলের রঙে রঙিন হবে এই দিন রাশির ভাগ্য! হাতে আসবে প্রচুর টাকা পয়সা, খুলে যাবে কপাল

Published on: March 10, 2025

ভারতবর্ষে বসবাসকারী বহু মানুষই জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন। আর বিভিন্ন সময় শাস্ত্রে বিভিন্ন গ্রহ নক্ষত্রের পরিবর্তনের ফলে কপাল খুলে যায় বিভিন্ন রাশির। নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে। আর এবার দোলযাত্রাতেও বিরাট বড় রাশি পরিবর্তন হতে চলেছে।

চলতি সপ্তাহের ১৩ই মার্চ দোলযাত্রা। আর এই দোলযাত্রাতেই আসতে চলেছে এক বিরল যোগ। এই বিরল যোগ আসছে ২৮৮ বছর পর। এই সময় বেশ কিছু রাশির ভাগ্য বেশ ভালোভাবেই পরিবর্তিত হতে চলেছে। যার মধ্যে অন্যতম হলো মিথুন রাশি, মেষ রাশি ও সিংহ রাশি।

মেষ রাশি – এই রাশি যাবতীয় দুঃখ দুর্দশা দূর হবে। সবদিক থেকেই সাফল্য পাবেন। কেরিয়ারে ব্যাপক উন্নতি। অর্থ লাভ হবে। নতুন চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি – এই রাশির জাতক জাতিকাদের এই সময় উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময়ে বিনিয়োগ শুভ।

মিথুন রাশি- এই রাশি জাতক-জাতিকাদেরও সামগ্রিক জীবন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবন থেকে চাকরি জীবন সবেতেই উন্নতির যোগ।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now