1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

লক্ষ্মী পুজোতেও রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস! দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া?

প্রিয়াঙ্কা রায়

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ০৮:২৬ এএম

লক্ষ্মী পুজোতেও রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস! দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া?
লক্ষ্মী পুজোতেও রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস! দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া? / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে আজকের আবহাওয়া (Ajker Abhawa) কেমন থাকবে একনজরে দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গে জারি রয়েছে ভ্যাপসা গরম। তার সঙ্গে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। গোটা পুজো জুড়েই জারি ছিল বৃষ্টি। 

কলকাতার আবহাওয়া ( Kolkata Abhawa / Weather ) – আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমান ৭৯ %। আজ কয়েকটি জায়গায় বজ্র-বিদ্যুত সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রাতের দিকেও বজ্র-বিদ্যুত সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

দেখতে দেখতে বাঙালির দুর্গাপুজো পার হল বেশ জাঁকজমক ভাবেই। করোনার রেশ কাটিয়ে এবছর খুব ধুমধাম করেই পুজো কাটিয়েছেন সকলে। তবে পুজো জুড়ে মাঝে মাঝেই দেখা মিলেছে বৃষ্টির। এতে প্যান্ডেল হপিং করতে কিছুটা হলেও বাধা তো পরেইছে। 

তবে বৃষ্টি হলেও তা কিছুক্ষনের জন্যেই দেখা দেখে। মুষলধারে ভারী বৃষ্টি হয়নি বললেই চলে। তবে পুজো জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে ঠাকুর দেখাতে অনেকটাই প্রভাব পড়েছে। বর্তমানে আবহাওয়ার পরিবর্তন দেখা দিয়েছে। তবে বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি জারি রয়েছে রাজ্য জুড়ে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ সরে চলেছে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। 

তাই আবহাওয়া পরিবর্তন দেখা দিয়েছে। তবে আজও আকাশ মেঘলা রয়েছে। কিছু জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনও কদিন অর্থাৎ লক্ষ্মী পুজো পর্যন্ত রাজ্যে জারি থাকবে বৃষ্টি। লক্ষ্মী পুজোতেও রাজ্যের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলতে পারে। আজ পশ্চিমবঙ্গে (কলকাতায়) সূর্যোদয় হয়েছে, ভোর ৫ টা ৩০ মিনিট এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫ টা ২০ মিনিট। আজ মোট দিনের মেয়াদ ১১ ঘণ্টা ৫০ মিনিট। 

আরও পড়ুন