1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

রাজ্যের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা! কেমন থাকবে আজকের আবহাওয়া?

প্রকাশিত: জুন ৩০, ২০২২, ০৯:২৪ এএম

রাজ্যের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা! কেমন থাকবে আজকের আবহাওয়া?
রাজ্যের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা! কেমন থাকবে আজকের আবহাওয়া? / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সপ্তাহের শুরু থেকেই ফের বেড়েছে গরম। সপ্তাহের প্রথম দিন থেকেই চড়া রোদ। পাশাপাশি কলকাতায় বৃষ্টির পরিমাণ খানিকটা কমতেই বেড়েছে আপেক্ষিক আর্দ্রতা। কাজেই স্বাভাবিকভাবেই ফের অস্বস্তি বাড়ল। জুনের প্রথম দিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও, তা দুর্বল। আবার উত্তরবঙ্গে সময়ের আগেই প্রবেশ করেছে বর্ষা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু থেকেই ভারী বৃষ্টি হয়েই চলেছে। বিভিন্ন এলাকা জলমগ্ন। 

এদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। পাশাপাশি কলকাতা- সহ দক্ষিণবঙ্গের অনান্য জেলাগুলিতেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। সকাল থেকেই আকাশে চলছে মেঘ আর রোদের লুকোচুরি খেলা। বৃষ্টি না হওয়া এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিও বেশ ভালোই রয়েছে।

এদিকে হাওয়া অফিস জানাচ্ছে, আজ রাজ্যের পশ্চিমাঞ্চলে একাধিক জেলায় বৃষ্টি হবে। কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে আজ। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ।

হাওয়া অফিস জানাচ্ছে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। পশ্চিমের জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টির সম্ভবনা রয়েছে আজ। 
অন্যদিকে, আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। অতি ভারীর বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তিন জেলায়। সেই জেলাগুলি হল জলপাইগুড়ি,আলিপুরদুয়ার,কোচবিহার। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে।

আরও পড়ুন