কিছুদিন আগেই বাঘের আক্রমণে তটস্থ হয়েছিল ঝাড়গ্রাম, পুরুলিয়া। আর এবার দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ। বনকর্মীকেই আক্রমণ করে বসলো দ্য গ্রেট রয়েল বেঙ্গল টাইগার। বাঘ তাড়াতে এসে করুণ পরিস্থিতির শিকার হলেন ওই বন কর্মী। জানা গেছে, ওই বন কর্মীর মাথা কামড়ে ধরে ছিল বাঘটি। অন্যান্য বনকর্মীরা লাঠি নিয়ে বাঘটিকে পাল্টা আক্রমণ করলে সে পালিয়ে যায়।
এরপর কোনমতে ওই বন কর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আমতলা গ্রামীণ হাসপাতালে। বাঘের আক্রমনে গুরুতর আহত ওই বন কর্মী। শুধুমাত্র মাথা নয় বাঘের আক্রমণে ওই বনকর্মীর শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে। সাময়িকভাবে বাঘটিকে তাড়িয়ে দেওয়া হলেও ওই বাঘটি কিন্তু এই মুহূর্তে এলাকাতেই রয়েছে। আর যার ফলে ভয় কাঁটা হয়ে রয়েছেন স্থানীয় মানুষ।
এই বিষয়ে জানা গেছে, গতকাল রাতে নগেনাবাদ এলাকায় নদী পেরিয়ে ওই বাঘটি জঙ্গল থেকে লোকালয়ে ঢোকে। ওই এলাকায় বাঘ ঢুকেছে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান বনকর্মীরা৷ এরপর ওই এলাকাটিকে সম্পূর্ণভাবে জাল দিয়ে ঘিরে ফেলেন বনকর্মীরা৷ যদিও রাতে বাঘ ধরা যায়নি।
এরপর এদিন সকালে দেখা মেলে ওই বাঘের। শুরু হয় নতুন করে জাল দেওয়ার কাজ। আর এই কাজ চলাকালীন অবস্থায় ধান ক্ষেতের মাঝে ওই বন কর্মীকে আক্রমণ করে বাঘটি। এই ঘটনায় রীতিমতো আতঙ্কে স্থানীয় মানুষ। ঘটনাস্থলে রয়েছে মৈপীঠ কোস্টাল থানার পুলিশ৷ ওই এলাকাকে ভালো ভালো করে ঘিরে ফেলার কাজ করছে বন দফতর৷