আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

দৌড়ে ছুটে উঠতে গিয়ে হড়কালো পা! ট্রেনের তলায় যুবক, প্রাণ বাজি রেখে বাঁচালেন জওয়ান

Published on: February 20, 2025

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখন সমস্ত ঘটনাই আমাদের হাতের মুঠোয় চলে আসে। ‌সেই সমস্ত ঘটনার মধ্যে কিছু ঘটনা দেখলে আর হিম হয়ে যায়, শরীর দিয়ে বয়ে যায় হালকা হিমেল স্রোত। আর এবার সেই রকমই এক ঘটনা ঘটলো। তবে ঘটনা পরবর্তী এক তৃপ্তি আছে কারণ অঘটন ঘটে যায়নি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে প্ল্যাটফর্ম ছেড়ে বেরোতে শুরু করেছে দূরপাল্লার ট্রেন। আর সেই সময় হন্তদন্ত হয়ে কাঁধে ব্যাগ নিয়ে ছুটতে ছুটতে এসে ট্রেন ধরার চেষ্টা করেন এক যুবক। হড়কে যায় পা, ঢুকে যান ট্রেন ও প্লাটফর্মের মাঝে লাইনে।

এই ঘটনাটি যখন ঘটে তখন সেখানে উপস্থিত ছিলেন এক আরপিএফ জওয়ান।‌ ঘটনা ঘটতে দেখে ওই জ‌ওয়ান ছুটে আসেন এবং নিজের প্রাণের ঝুঁকি নিয়ে টেনে তোলেন ওই যুবককে। প্রাণে বেঁচে যান ওই যুবক। সঙ্গে সঙ্গে সেই জায়গায় ছুটে আসেন আরও অনেক জ‌ওয়ান।

বারবার নিষেধ করা সত্ত্বেও মানুষ নিজের প্রাণের ঝুঁকি নিতে ভোলেন না। চলন্ত ট্রেনে বারবার নিষেধ সত্ত্বেও উঠতে যান যাত্রীরা ফলস্বরূপ ঘনিয়ে আসে মৃত্যু। কানে হেডফোন দিয়ে রাস্তা পারাপার, রেল লাইনে দাঁড়িয়ে রিলস বানানো বারবার বলা সত্ত্বেও টনক নড়েনি আমজনতার। এই ঘটনা তার‌ই উদাহরণ।

‘হংসরাজ মীনা’ নামে এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়েছে এই ভিডিওটি। লক্ষাধিকবার দেখা হয়েছে সেই ভিডি‌ও। এই ভিডিয়োটি দেখে যেমন নেটিজেনরা আরপিএফ জওয়ানের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তেমনই ওই যুবককে চলন্ত ট্রেনে বোকার মতো ওঠার জন্য ভৎর্সনা করেছেন।‌



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now