আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

মার্চেই চরমে শনির সাড়েসাতি! চরম সময় অপেক্ষা করছে এইসব রাশির জাতক- জাতিকাদের জন্য

Published on: March 11, 2025

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শনি ন্যায়বিচারের দেবতা। যারা ভুল করে তাদের তিনি শাস্তি দেন। ৯ গ্রহের ওপর নজর থাকে শনির। ২০২৫ সালে, মার্চ মাসের শেষে, শনি মীন রাশিতে প্রবেশ করবে। আর এর ফলে কিছু কিছু রাশিতে শনির সাড়ে সাতি এবং ধইয়া শুরু হবে। বলাই বাহুল্য শনির সাড়েসাতির প্রভাবে কারর খুব ভালো, কারর খুব খারাপ হতে পারে।

চলতি মাসের ২৯ তারিখ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এইদিন শনি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। শনি যখন তার রাশি পরিবর্তন করে, তখন ৩টি রাশি ‘সাড়েসাতি’ দ্বারা প্রভাবিত হয় এবং ২টি রাশি প্রভাবিত হবে ‘ধইয়া’ দ্বারা।

শনির সাড়ে সাতির ৩টি ধাপে সম্পন্ন হয়। প্রতিটি ধাপ চলে আড়াই বছর ধরে। বলা হয়, সাড়েসাতির দ্বিতীয় পর্যায় সবথেকে কঠিন।

মেষ রাশি- শনির রাশি পরিবর্তনের জেরে, শনির সাড়েসাতির প্রথম পর্যায় শুরু হবে মেষ রাশিতে। এর ফলে মেষ রাশির জাতক- জাতিকাদের বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কেরিয়ার থেকে শুরু করে আর্থিক পরিস্থিতি জটিলতর হবে। ‌ সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব পড়বে।

মীন রাশি- শনির রাশি পরিবর্তনের জেরে মীন রাশিতে শনির সাড়েসাতির দ্বিতীয় পর্যায় শুরু হবে। এই সময়টাই সবথেকে কষ্টের। এই সময় ভীষণ সাবধানে থাকুন, ধৈর্য রাখুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না। জীবনের প্রত্যেকটা পদক্ষেপ ভীষণ ভেবেচিন্তে নিন।

কুম্ভ রাশি- শনির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে, কুম্ভ রাশিতেও শুরু হবে শনির সাড়েসাতির তৃতীয় অর্থাৎ চূড়ান্ত পর্যায়। এই সময়টা অনেকটা স্বস্তির। এর ফলে ওই রাশির জাতক-জাতিকার অনেক সমস্যা থেকে মুক্তি মিলবে। মানসিক চাপ কাটবে, আর্থিক সমস্যার সমাধান হবে।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now