আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

এই পাঁচ রাশির জন্য এই বছরের ভ্যালেন্টাইন্স ডে হতে চলেছে বিশেষ! দেখুন তো আপনার রাশি রয়েছে কিনা

Published on: February 6, 2025

ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসার দিন। প্রত্যেক বছরের ১৪ই ফেব্রুয়ারি এই বিশেষ দিন পূর্ণতা দেয় কত শত ভালোবাসার। এমন কি বর্তমান সময়ে তো মনে হয় ভালেন্টাইন্স উইক। অর্থাৎ এক এক দিন এক এক রকম দিবস। টেডি ডে, চকলেট ডে, রোজ ডে, কিস ডে কত‌ই না ডে আছে!

৭ই ফেব্রুয়ারি থেকে ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত পরপর পালিত হয় এই দিনগুলি। এই সময় পূর্ণতা পায় ভালোবাসা।‌ নিজেদের মনের কথা একে অপরকে জানায় ছেলে মেয়েরা। বাঙালির সরস্বতী পুজোই ভ্যালেন্টাইন্স ডে হলেও ১৪ ই ফেব্রুয়ারিরও কিন্তু আলাদা গুরুত্ব রয়েছে। তবে কয়েকটি রাশির জন্য চলতি বছরে ভ্যালেন্টাইনস ডে কিন্তু বিশেষ হতে চলেছে।‌

ওই বিশেষ দিনে নিজেদের ভালোবাসার মানুষদের খুঁজে পাবেন ওই বিশেষ রাশিগুলির জাতক-জাতিকারা। অযোধ্যার জ্যোতিষী পন্ডিত কল্কি রাম জানিয়েছেন, বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি কিছু রাশির জাতকদের জন্য বিশেষ হবে। মেষ, মিথুন, সিংহ, তুলা এবং মীন রাশির জাতকরা বিশেষ শ্রেণী নিজেদের জীবনসঙ্গী সঙ্গিনী খুঁজে পেতে পারেন।

তিনি জানিয়েছেন এই সমস্ত রাশির জাতক-জাতিকারা যদি সিঙ্গেল থেকে থাকেন তাহলে তারা এই সময় নিজেদের সঙ্গীকে খুঁজে পাবেন। একইসঙ্গে পাবেন মনের সুখ। আর যদি আপনারা সম্পর্কে থেকে থাকেন তাহলে আপনাদের সেই সম্পর্কের গভীরতা আর‌ও বাড়বে বলে জানিয়েছেন তিনি।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now