পুরুষদের কথাও এবার একটু ভাবুন, স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে ভিডিও করে চরম সিদ্ধান্ত যুবকের

By Bongnews24x7

Published On:

Follow Us

কিছুদিন আগেই আমরা ব্যাঙ্গালোরের অতুল সুভাষের মৃত্যুর কথা জেনেছিলাম। স্ত্রীর মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি। ‌আর এবার আগ্রার মানব শর্মা। স্ত্রীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করে আত্মঘাতী হলেন এই যুবক।

জনপ্রিয় এক আইটি সংস্থার এই কর্মীও আত্মঘাতী হওয়ার আগে নিজের একটি ভিডিও করেছিলেন এবং সেখানে তিনি পুরুষদের জন্য ভাবার আবেদন জানান। ‌ উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা এই যুবক স্ত্রীর বিরুদ্ধে মানসিক অত্যাচার, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ করেছিল।‌ ইতিমধ্যেই প্রয়াত যুবকের বাবা এই মর্মে থানায় এফআইআর করেছেন।

মানব মৃত্যুর আগে ওই ভিডিওতে পুরুষদের জন্য আইন প্রয়োগ করার আবেদন করেছেন। বলেছেন পুরুষদের জন্য আইন না এলে কোনদিনই পুরুষরা অত্যাচার, লাঞ্ছনার হাত থেকে মুক্তি হতে পাবেনা। পুরুষ ক্রমাগত শোষণের শিকার হয়েই যাবে।

ওই ভিডিওতে মানব আরও আবেদন করেছেন যেন কোন‌ও ভাবেই কেউ তার বাবা-মাকে হেনস্থা না করেন। কেউ যেন তাদের গায়ে হাত না দেন। আগ্রায় সোমবার নিজের বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই যুবকের। উল্লেখ্য, যুবকের মৃত্যুর পরে তাঁর পরিবারের লোকেরা সদর থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ আধিকারিকরা শিবরাত্রির ডিউটিতে জন্য ব্যস্ত আছেন বলে তাদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ‌

এরপর ওই যুবকের বাড়ির লোকেরা সিএম পোর্টালে অভিযোগ দায়ের করেন। তারপরেই এই ঘটনার কথা জানাজানি হয়। যদিও ওই মৃত যুবক এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছেন তা তার শরীরের বিভিন্ন ক্ষত থেকেই প্রমাণিত।

যদিও তার স্ত্রী দাবি করেছে এর আগেও মানব আত্মহননের চেষ্টা করেন। তিনিই তাকে ফিরিয়ে এনেছিলেন। ওই মহিলা দাবি করেছেন, আমি তাকে খাদের ধার থেকে টেনে নিয়ে এসে নতুন জীবন দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু আমাকে রেখেই চলে গেল।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

আরও পড়ুন