আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

১৪ হাজারের‌ও বেশি ট্রেন বাড়ানো হয়েছে মহাকুম্ভের জন্য! জানেন বাংলা থেকে কতগুলো ট্রেন?

Published on: February 24, 2025

হাতে আর মাত্র ২ দিন। ১৪৪ বছর পর এসেছে মহাকুম্ভ মেলা। আর এই মেলায় গিয়ে পুণ্য লাভের জন্য এখন হুড়োহুড়ি মানুষের মধ্যে। কারণ আর মাত্র ২ দিন রয়েছে হাতে। ২৬শে ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে কুম্ভের মেলা। আর তাই মানুষের মধ্যে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গিয়ে শাহি স্নান করার জন্য এখন প্রবল ভিড়।

ইতিমধ্যেই প্রায় ৬০ কোটি মানুষ প্রয়াগরাজে গিয়ে কুম্ভস্নান করে ফেলেছেন। আর‌ও কোটি কোটি মানুষ ছুটে যাচ্ছেন পুণ্য অর্জন করতে। শুধু কী দেশের মানুষ? বিদেশিরাও ধাবিত হয়েছেন পুণ্য অর্জনের লক্ষ্যে। আর তাই সাধারণ মানুষের স্বার্থে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল।

রেলের সিদ্ধান্ত অনুযায়ী পুণ্যার্থীদের মহাকুম্ভে পৌঁছনোর জন্য ১৪ হাজার ট্রেন চালানো হয়েছে। অন্তিম ২ দিনে কোটি কোটি পুণ্যার্থী আসছেন প্রয়াগরাজে। আর তাই পুণ্যার্থীদের সুবিধার জন্য ১৪ হাজারের বেশি ট্রেন চালানো হয়েছে। সুপারফাস্ট, ম্যাসেঞ্জার, মেল, প্যাসেঞ্জার এবং মেমু পরিষেবা চলছে।

১২ থেকে ১৫ কোটি মানুষ সফর করছেন ট্রেনে।সাধারণ সময়ের থেকে বেশি ৪৭২টি রাজধানী এক্সপ্রেস ও ২৮২টি বন্দে ভারত ট্রেন চালানো হচ্ছে। পুন্যার্থীদের সুবিধার্থে উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন চালানো হচ্ছে। ১০ শতাংশ ট্রেন চলছে বিহার থেকে। ১১ শতাংশ ট্রেন চলছে দিল্লি থেকে। বিহার থেকে ১০ শতাংশ।

এছাড়াও গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ থেকে ৩ থেকে ৬ শতাংশ ট্রেন চালানো হয়েছে। তবে সব থেকে বেশি ট্রেন চলছে উত্তর প্রদেশ থেকেই। যোগী রাজ্য থেকে ৬ হাজার ৪৩৬টি ট্রেন চালানো হয়েছে। বাংলা থেকে চলেছে ৫৬০টি ট্রেন। অসম থেকে চলেছে ১৮০টি ট্রেন।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now