আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

২০২৭ বিশ্বকাপেও কী খেলবেন রোহিত শর্মা? কি জানালেন হিট ম্যান?

Published on: March 11, 2025

তিনি ভারতীয়দের আবেগ। তাকে সব সময় পারফর্ম করতে দেখতে ভালোবাসেন তার ভক্তরা। চান তিনি যেন মাঠের বাইশ গজে চার-ছয়ের ঝড় তোলেন। চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই অর্থে ফর্মে ছিলেন না হিটম্যান রোহিত। যার জন্য সমালোচনা‌ও কম হয়নি।

তিনি মোটা, থলথলে হয়ে গেছেন। হারিয়েছেন খেলার যোগ্যতা। ফর্মে নেই। গোটা টুর্নামেন্টে জুড়ে কম কটাক্ষ হজম করতে হয়নি তাকে।যদিও গোটা টুর্নামেন্ট তার খেলার আসল ধার দেখা না গেলেও শেষ রাতে বাজিমাত করেন তিনি। তার ব্যাটে ভর করেই হেভিওয়েট নিউজিল্যান্ডকে হারিয়ে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।‌

বলাই বাহুল্য, চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর সময় থেকেই গুঞ্জন চলছিল এবার হয়ত ওয়ান ডে থেকে অবসর নেবেন ক্যাপ্টেন রোহিত শর্মা। কারণ বহু ক্ষেত্রেই দেখা যায় বড় মঞ্চকেই বিদায়ের আদর্শ মাধ্যম হিসেবে বেছে নেন ক্রিকেটাররা। যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ওঠে অবসর ঘোষণা করেছিলেন রোহিত, জাদেজা এবং বিরাট।

আর এবার অনেকেই ভেবেছিলেন ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় ঘোষণা করবেন রোহিত, জাদেজা। উল্লেখ্য, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ভারতের বিপক্ষে হেরে গিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের লেজেন্ডারি তারকা তথা অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ।‌ যদিও ম্যাচ জিতে উঠে প্রেস কনফারেন্সে রোহিত বলেন, ‘এক্ষুনি তিনি অবসর নিচ্ছেন না। পুরোটাই গুঞ্জন। আর এই গুঞ্জন আরও না বাড়াই ভালো।’

চলতি বছরে তার ফর্ম নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ব্যাটে একেবারেই রান পাননি। প্রশ্ন উঠছিল তার ফিটনেস নিয়েও। যদিও তিনি খেলা চালিয়ে যাবেন বলেছেন। তবে কী ২০২৭ ওডিআই বিশ্বকাপও খেলতে পারেন তিনি? এই বিষয়ে ভারতের অধিনায়ক জানিয়েছেন, ২০২৭ বিশ্বকাপ খেলব কিনা সেটা এখন জানাতে চাই না। অতটা ভবিষ্যৎ এখন‌ও ভাবিনি। এখন আমার প্রাথমিক লক্ষ্য আরও ভাল ক্রিকেট খেলা। পরের বিশ্বকাপ নিয়ে এখনই মন্তব্য করতে পারবো না।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now