সিনেমা হল থেকে বিল বোর্ড সর্বত্রই বড় বড় করে লেখা সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তামাকজাত দ্রব্য সেবনে ক্যান্সারের মতো ভয়ানক রোগের ভয় রয়েছে। কিন্তু কজন মানুষ সেই কথা কর্ণপাত করেন? কত জনের মনে ভয় ধরায় সিগারেটের বক্সের গায়ে আঁকা সেই হাড়হিম করা ছবি? আসলে ভেতরে থাকা বস্তুটার চেয়ে অমোঘ টান।
অতিরিক্ত চিন্তা হোক বা অতিরিক্ত আনন্দ বহু মানুষের কাছেই চিন্তা মুক্তির এবং আনন্দ উপভোগের সঙ্গী সিগারেট। সেই জন্যই ভারতবর্ষের মতো দেশে সিগারেটের বক্সের গায়ে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকা সত্ত্বেও এর বিক্রি লাগামছাড়া। তবে বহু মানুষের কাছে এখন আবার সিগারেট এখন, স্টাইল বা ফ্যাশনের কারণও বটে। বিশেষ করে মহিলাদের মধ্যে। হাতে একটা সিগারেট থাকা মানে আপনি এলিট ক্লাসের।
তবে একা সিগারেটে রক্ষা নেই, বহু মানুষের আবার সিগারেটের সঙ্গে চাই চাই বা চায়ের সঙ্গে সিগারেট। আসলে দুটো না মিললে যেন সঠিক কম্বিনেশন হয় না! কিন্তু জানেন কি এই দুইয়ের একসঙ্গে সেবন আপনার শরীরের ঠিক কতটা হানিকর?
বিশেষজ্ঞদের মতে, একই সঙ্গে চা পান এবং সিগারেট খাওয়া ভবিষ্যতে শরীরের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। হৃদযন্ত্রের সমস্যা, ক্যান্সারও হতে পারে।এছাড়াও ব্রেনস্ট্রোক, হার্নিয়ার সমস্যা, ফুসফুসের সমস্যা, পাকস্থলীর সমস্যা, মেয়েদের ক্ষেত্রে বাচ্চা জন্ম দেওয়ায় অর্থাৎ প্রজননে সমস্যা হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে স্মৃতিশক্তি লোপ পাওয়ার মতো রোগও দেখা দেয় এর ফলে।