আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

বাড়ির সর্বত্র লাল থেকে কালো পিঁপড়ের উপদ্রব! রইল দূর করার সহজ উপায়

Published on: March 6, 2025

বাড়ির বিভিন্ন জায়গাতেই পিঁপড়ের উপদ্রব হয়। এমনকি দরজা জানলার কোণে গর্ত করে তারা নিজেদের বাসা বানিয়ে ফেলে। ব্যাস তারপর লাইন করে চলা শুরু। খাবার দাবার কোন‌ও কিছুই রাখার উপায় নেই, সর্বত্রই তাদের হামলা। তাহলে মুক্তির উপায়? চলুন তাহলে জেনে নেওয়া যাক কিছু অব্যর্থ দাওয়াই!

বাজারে খুব সহজেই পিঁপড়ে তাড়ানোর চক পাওয়া যায়। ‌যে পথে পিঁপড়ে যাতায়াত করে সেই রাস্তায় চক দিয়ে দাগ কেটে দিন। এক সপ্তাহ অন্তর অন্তর এই চকের ব্যবহার করুন। দেখবেন বাড়ি থেকে পিঁপড়ে নিশ্চিহ্ন হয়েছে।

দ্বিতীয় উপায়। যেখানে অতিরিক্ত পিঁপড়ের উপদ্রব এখানে একপাত্র ভর্তি জল রেখে দিন। দেখবেন সব পিঁপড়ে ওই জলের ওপরে গিয়ে পড়েছে। তারপর আর কি জল ফেলে দিলেই হয়ে গেল।

পিঁপড়ে তাড়াতে কাজে লাগে এসেনসিয়াল অয়েল‌ও। তুলোতে করে তেল নিয়ে দরজা জানলার কোনায় কোনায় দিয়ে দিন দেখবেন পিঁপড়ের উপদ্রব শেষ।

এছাড়াও পিঁপড়ে তাড়াতে অব্যার্থ বেকিং সোডা।ভিনিগার এবং বেকিং সোডার মিশ্রণ তৈরি করে পিঁপড়ে দেখতে পেলেই স্প্রে করে দিন। এমনকি যে সমস্ত স্থানে পিঁপড়ে বাসা বেধেছে সেই জায়গাতেও স্প্রে করুন। দেখবেন কিছু দিনেই পিঁপড়ে মুক্ত হয়েছে আপনার বাড়ি।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now