দিন দিন জেদি হয়ে উঠছে, অল্পতেই ভীষণ রেগে যাচ্ছে আপনার সন্তান? ভুলেও করবেন না এই কাজ

By Bongnews24x7

Published On:

Follow Us

যৌথ পরিবারের ধারনা বদলে বর্তমানে সবার‌ই ছোট্ট সংসার। বাবা-মা আর এক সন্তান কে নিয়ে ভরা সংসার। যেখানে বাবা-মা ব্যস্ত নিজেদের চাকরি জীবনে। বাচ্চারা বড় হচ্ছে ক্রেশ বা বাড়িতে দেখভাল করা মানুষদের কাছে। সেই জন্যই বা কমছে সহিষ্ণুতা। বাড়ছে জেদ।‌ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বাবা-মা সবসময়ই আবদার মেটাচ্ছেন, আর তাই কোন কিছু পাওয়ার ইচ্ছেপূরণ না হলেই‌ তীব্র রাগ, জেদ যেন চেপে বসে।

এইরকম পরিস্থিতিতে কীভাবে নিজের সন্তানকে সামলাবেন? তা বুঝতে পারেন না অনেক বাবা-মা। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, খুব সামান্য কয়েকটি ভীষণ সহজ পন্থা অবলম্বন করলেই আপনি আপনার সন্তানের রাগ, জেদকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

আসলেই সন্তান আপনাকে দেখেই শেখে। আপনি কোন পরিস্থিতিতে কি রকম ব্যবহার করছেন সেটা দেখেই সেও ব্যবহার করতে শুরু করে। আর তাই আপনি যদি নিজের রাগ, জেদকে সংবরণ করেন, মাথা গরমের পরিস্থিতি নিজে শান্তি বজায় রাখতে পারেন তাহলে দেখবেন আপনার সন্তানও আপনাকে দেখে সেই রকমই আচরণ করছে।

বাড়িতে শিশু সন্তান থাকলে আপনিও চেষ্টা করবেন কারর সঙ্গে উঁচু গলায় কথা না বলতে। ভীষণ রাগারাগি না করতে, আপনি মেজাজ হারিয়ে চিৎকার করলে তা হিতে বিপরীত হতে পারে। শিশু রেগে গেলে অযথা জেদ করলে তাকে বুকে জড়িয়ে ধরুন সেই ভাবেই তাকে শান্ত করুন। সে যদি কাঁদে তাকে কান্না বন্ধের জন্য চাপাচাপি করবেন না বরং তাকে কাঁদতে দিন। তার সে পুত্র সন্তানই হোক না কেন। তাকে কিছুটা সময় একা থাকতে দিন। নিজের মত করে শান্ত হতে সময় দিন।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now