আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

চলছিল প্রশিক্ষণ হঠাৎ ভেঙে পড়ল যুদ্ধবিমান! কোনমতে প্রাণ রক্ষা চালকের

Published on: March 7, 2025

ফের ভেঙে পড়ল বায়ুসেনার চপার। নিত্যদিনের প্রশিক্ষণের সময় ঘটে গেছে এই দুর্ঘটনা। কোনমতে নিজের প্রাণ বাঁচিয়েছেন চালক। ওই বিমানে ওঠার পর‌ই তিনি বুঝতে পারেন বিমানে যান্ত্রিক গোলযোগ রয়েছে। আর সেই জন্যই শহর থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন যুদ্ধ বিমানকে।

এই বিষয় বায়ু সেনা তরফে জানানো হয়েছে, ওই বিমানটিতে প্রযুক্তিগত সমস্যা হয়েছিল যে কারণে সেটিকে লোকালয় থেকে দূরে নিয়ে যান বিমান চালক। যাতে করে মৃত্যুর আশঙ্কা কমে।

উল্লেখ্য, আজ অর্থাৎ শুক্রবার হরিয়ানার আম্বালা থেকে উড়েছিল অভিশপ্ত যুদ্ধবিমানটি। খানিক পথ অতিক্রম করার পর আচমকাই গোলোযোগ বাঁধে। যুদ্ধবিমান চালকের উপস্থিত বুদ্ধি জেরে প্রাণহানির আশঙ্কা অনেকটাই কমে।

একই সঙ্গে প্রাণে বেঁচে গেছেন ওই যুদ্ধবিমান চালক। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। যুদ্ধবিমান ভেঙে পড়া এই নতুন ঘটনা নয় এর আগেও বিভিন্ন সময় ভেঙে পড়েছে বায়ু সেনার যুদ্ধবিমান। যার ফলে প্রাণহানির ঘটনাও করেছে। এমনকি মারা গেছেন খোদ সেনাপ্রধানও।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now