আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

মায়ের সাজ পোশাক নিয়ে মজা করেছিল ছেলে! রাগের বশে ১৫ বছরের ছেলের করুন পরিণতি মায়ের হাতে

Published on: March 11, 2025

মাঝেমধ্যে এমন বেশ কিছু খুনের ঘটনা সামনে আসে যা শুনলে রীতিমতো হাড় হিম হয়ে যায়। সাম্প্রতিক সময়ে বাংলায় ট্যাংরা কাণ্ড রীতিমতো আতঙ্ক সৃষ্টি করে মানুষের মনে। নিজের হাতে বৌদি, বউ নিজের কন্যা সন্তানকে খুন করেন বাড়ির ছোট ছেলে প্রসুন দে। এরই মাঝে স্বামীর সঙ্গে ঝগড়া করে উত্তরপ্রদেশে এক মা নিজের তিন সন্তানকে কুয়োয় ফেলে মেরে ফেলার ঘটনাও ভয় ধরায়।

কিছুদিন আগে নিজের বাবার আক্রোশের শিকার হয় এক কন্যা শিশু। বাবার কথা না শুনে প্রতিবেশীর বাড়িতে চলে গিয়েছিল পাঁচ বছরের শিশুকন্যা। আর এই অপরাধে নিজের মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ওই ব্যক্তি। ‌আর এবার নিজের মায়ের হাতে খুন হল এক পনেরো বছরের ছেলে।

কী অপরাধ? মায়ের সাজ পোশাক নিয়ে নিত্য কটুক্তি করত সে‌। ব্যঙ্গ করত। তা সহ্য করতে পারেননি ওই মহিলা। শ্বাসরোধ করে খুন করেছেন নিজের ছেলেকে। যদিও সেটাকে আত্মহত্যার রূপ দিয়েছেন তিনি।‌ জানা গেছে, ১৫ বছরের অভ্যুদয় জৈনকে গত ১৪ই ফেব্রুয়ারি তার বাড়ির বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়।

উল্লেখ্য, প্রথমে অবশ্য অভ্যুদয়ের মৃত্যুকে আত্মহত্যা‌ই বলেন তার মা। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে শ্বাসরোধ করে মৃত্যুর ঘটনা। জানা গেছে, অভ্যুদয় নাকি প্রায়ই নিজের মাকে তার পোশাক এবং টিপ করা নিয়ে ব্যঙ্গ করত। আর বেশিদিন তা সহ্য করতে পারেননি ওই মহিলা। রাগে মেরেই ফেলেন ছেলেকে।

অভ্যুদয়ের বাবা অনুপম জৈন একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। এবং মা অলকা জৈন গৃহবধূ। যদিও অভ্যুদয়ের মায়ের কথায়, ঘটনার দিন অভ্যুদয় বাড়িতে একা ছিলেন। এরপর সন্ধ্যা ৭টার দিকে যখন তিনি ফিরে আসেন, তখন তিনি দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। বারবার ডাকলেও ছেলে দরজা খোলেনি। এরপর তিনি বাড়িওয়ালার থেকে একটি অতিরিক্ত চাবি নিয়ে ভেতরে ঢুকে দেখেন তার ছেলে ঘরে অচেতন অবস্থায় পড়ে আছে, তার পা বাঁধা এবং গলায় ওড়না জড়ানো।

এরপর সবাই মিলে তাকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কিন্তু অভ্যুদয়ের গলার চিহ্ন দেখে সন্দেহ হয় পুলিশের। বাড়তে থাকে জেরা।এরপর কলোনির সিসিটিভি ফুটেজ, মৃত ছেলের মায়ের কল রেকর্ড, প্রতিবেশী এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অপরাধস্থল থেকে ফরেনসিক প্রমাণের মতো গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করার পর পুলিশের সন্দেহ গিয়ে পড়ে অলকা জৈনের ওপর। যদিও এখনও তিনি নিজের অপরাধ কবুল করেননি। তিনি বলে চলেছেন তার ছেলে আত্মহত্যাই করেছে। এই হাড় হিম করা ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায়।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now