আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টিমের কি বদলাচ্ছে অধিনায়ক? জল্পনা তুঙ্গে

Published on: February 27, 2025

এই মুহূর্তে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতবাসী বুঁদ ক্রিকেটে। কারণ নতুন করে ট্রফিতে জেতার আশা দেখাচ্ছে ভারত। আট থেকে আশির চোখ এখন ভারতের পারফরম্যান্সের দিকে। ‌ ক্রিকেট পাগল দেশ ভারতে এখন‌ বিনোদনের অন্য নাম চ্যাম্পিয়নস ট্রফি।

প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেওয়ার পর গত ২৩শে ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত সাফল্য পায় ভারত। ভারত পাক বধ করতেই নিজেদের দেশে আয়োজিত টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় পাকিস্তান। পাকিস্তান ম্যাচে জয়ের পর ২ দিন বিশ্রামে ছিল ভারত। গতকাল অর্থাৎ বুধবার থেকে আবার‌ও ফের অনুশীলন শুরু করেছে ভারতীয় দল।

উল্লেখ্য, ২রা মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। অবশ্য‌ই ভারতীয় দলের মূল লক্ষ্য থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। তবে বুধবারের অনুশীলনে চোট লাগে রোহিত শর্মার। আর যার ফলে চিন্তা বেড়েছে ভারতীয় শিবিরের।

অনুশীলনে স্বতঃস্ফূর্ত ছিলেন না ভারতীয় অধিনায়ক। জানা গেছে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন‌ই হ্যামস্ট্রিংয়ে টান ধরে ভারত অধিনায়ক রোহিত শর্মার। ওইদিন অনেকটা সময় ফিল্ডিং করেননি তিনি। খুচরো রান নেওয়ার চেষ্টাও করেননি তিনি ওইদিন।

সূত্রের খবর, আগামী ২ তারিখ রোহিতকে রিজার্ভ বেঞ্চে রেখেই নামবে হয়ত ভারত। এমনটাই পরিকল্পনা গৌতম গম্ভীরের। ওই দিনের জন্য অধিনায়ক পরিবর্তন হতে পারে। জানা গেছে, রোহিত শর্মাকে বিশ্রামে গেলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুভমান গিল ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারে।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now