শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

চতুর্থ দফায় বুথ পাহারায় থাকবে ৭৯৩ কোম্পানি আধাসেনা

০৯:০৪ এএম, এপ্রিল ৮, ২০২১

চতুর্থ দফায় বুথ পাহারায় থাকবে ৭৯৩ কোম্পানি আধাসেনা

চতুর্থ দফার আগে আবারও বাড়লো কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। চতুর্থ দফায় বুথ পাহারায় থাকবে ৭৯৩ কোম্পানি। পূর্বের তিন দফা থেকে মূলত শিক্ষা নিয়ে আধা সেনা বাড়াচ্ছে কমিশন।

চতুর্থ দফার ভোট প্রস্তুতি নিয়ে পাঁচটি জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলা শাসক, রিটার্নিং অফিসারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। কমিশনের অন্যান্য কর্তাব্যক্তিরাও ছিলেন।

বৈঠক শেষে তিনি বলেন, কলকাতা পুলিশের ৯৪কোম্পানি,আলিপুরদুয়ারের ৯৬কোম্পানি, কোচবিহারে ১৮৩কোম্পানি, হাওড়া পুলিশ কমিশনারেটে ৯৯কোম্পানি, ডায়মন্ডহারবার পুলিশ জেলায় ৩৮ কোম্পানি, হাওড়া গ্রামীণ পুলিশ জেলায় ৩৫ কোম্পানি, বারুইপুর পুলিশ জেলায় ৪৪ কোম্পানি মোতায়েন থাকবে। এছাড়াও চন্দননগর পুলিশ কমিশনার এর অধীনে ৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে।

একইসঙ্গে, স্ট্রং রুম পাহারা, পোস্টাল ব্যালটের সঙ্গে, যে সব কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে সেখানকার আইন-শৃঙ্খলা রক্ষার জন্য কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে। প্রসঙ্গত, গতকালই আরও ২০০কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে ঢুকেছে রাজ্যে।