‘ছোটবেলায় স্বপ্ন ছিল সেনায় যোগ দেব, কিন্তু সুযোগ হয়নি’, সেবকে দাঁড়িয়ে সেনার প্রশংসা মমতার
বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ গতকাল জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার জন্য মুখ্যমন্ত্রী বিমানে চাপেন। কিন্তু জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরেই দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি পাইলট।