আজকের স্পেশাল রেসিপি এঁচোর চিকেন, কিভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি
প্রয়োজনীয় উপকরণ: মুরগির মাংস পরিমাণমতো, কাঁচা কাঁঠাল ২৫০ গ্রাম, আদা পরিমাণমতো, রসুন বাটা, কাঁচা মরিচ, জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়া স্বাদ অনুসারে, গরম মসলা, তেজপাতা, ঘি, টমেটো কুচি ও গোটা গরম মসলা নিয়ে নেবেন।প্রস্তুত প্রনালী: