বন্দে ভারতে চড়ে মাত্র ৬ ঘণ্টায় হাওড়া থেকে পুরী! কবে চালু হচ্ছে নতুন ট্রেন? ভাড়া কত? জানুন
কথায় বলে, বাঙালির পায়ের তলায় সর্ষে। ঘুরতে যেতে পছন্দ করেন না, এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা। সুযোগ পেলেই ব্যাগপত্র গুছিয়ে অজানার সন্ধানে বেরিয়ে পড়েন ভ্রমণপিপাসুরা৷ বাঙালীদের ঘুরতে যাওয়ার পছন্দের তালিকায় রয়েছে দী-পু-দা, অর্থাৎ দীঘা,