মাত্র ৭ বছর বয়সেই মুচমুচে জিলিপি বানিয়ে চমক! এই `বিস্ময় প্রতিভা`র রান্না তাক লাগাতে বাধ্য
মাত্র সাত বছর বয়সেই জিলাপি বানিয়ে তাক লাগালেন একরত্তি। ভিডিও ভাইরাল হতেই তাজ্জব নেটপাড়ার মানুষজন। যে বয়সের শিশুরা সাধারণত খেলা-ধুলায় মেতে থাকেন, সেই বয়সেই রান্নার প্রতিভায় বিশ্বজুড়ে নাম কুড়িয়েছে এই বালক।২০টিরও বেশি খাবার তৈরিতে রীতিমত