শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

এক আধ মরা আরশোলাকে বাঁচাতে হাসপাতালের ছুটলেন এক ব্যক্তি! মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

০৬:১৮ পিএম, জুন ৪, ২০২১

এক আধ মরা আরশোলাকে বাঁচাতে হাসপাতালের ছুটলেন এক ব্যক্তি! মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বংনিউজ২৪x৭ ডেস্কঃ বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে নানা ঘটনা উঠে আসে আমাদের সামনে। কখনো আনন্দদায়ক, কখনো অবাক করা ঘটনাও উঠে আসে। যা দেখে নেটিজেনরা হতবাক হয়ে যায়। আবার কখনো হেসেই সাড়া হয়। তবে কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় উঠে আসা অনেক ঘটনা শোকের ছায়াও ফেলে নেটিজেনদের মধ্যে। আর এবার এমন এক ঘটনা সামনে এল যা দেখে অবাক হওয়ারই কথা।

এক পথ চলতি ব্যক্তি রাস্তায় এক মরো মরো অবস্থার রোগীকে দেখে তড়িঘড়ি নিয়ে গেলেন হাসপাতালে। এটা শুনে সকলের স্বাভাবিক ঘটনা বলেই মনে হচ্ছে। তবে ঘটনার আসল ব্যাপারটা অন্য জায়গায়! রাস্তায় দেখতে পাওয়া ওই মরো মরো অবস্থার রোগী টি হল একটি আরশোলা।

[caption id="attachment_17196" align="alignnone" width="1206"]এক আধ মরা আরশোলাকে বাঁচাতে হাসপাতালের ছুটলেন এক ব্যক্তি! মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এক আধ মরা আরশোলাকে বাঁচাতে হাসপাতালের ছুটলেন এক ব্যক্তি! মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় [/caption]

প্রসঙ্গত ওই পথ চলতি ব্যক্তি টি রাস্তায় প্রায় আধ মরা একটি আরশোলা দেখতে পান। আর দেখা মাত্রই তিনি তড়িঘড়ি তাঁকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাও হয় আরশোলাটির। আর এই অবাক করা ঘটনা ঘটেছে থাইল্যান্ডে। আর এই অভিজ্ঞতা শেয়ার করেছেন পশু চিকিৎসক ডা. থানু লিম্পাপাট্টানাওয়ানিচ। এর আগে এমন অভিজ্ঞতা হয়নি বলেই জানান তিনি।

[caption id="attachment_17197" align="alignnone" width="1206"]এক আধ মরা আরশোলাকে বাঁচাতে হাসপাতালের ছুটলেন এক ব্যক্তি! মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এক আধ মরা আরশোলাকে বাঁচাতে হাসপাতালের ছুটলেন এক ব্যক্তি! মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় [/caption]

উল্লেখ্য সাই রাক পশু হাসপাতালের চিকিৎসক ডা. থানু লিম্পাপাট্টানাওয়ানিচ জানান, তাঁর কাছে ওই ব্যক্তি প্রায় আধ মরা একটি আরশোলা নিয়ে আসে। এবং তাঁকে বাঁচাতেই হবে বলে আর্জি জানান ওই ব্যক্তি৷ চিকিৎসকও রাজি হন৷ এরপরই আরশোলাটির পরীক্ষা করে চিকিৎসক বুঝতে পারেন, সঠিক সময়ে চিকিৎসা হলে আরশোলাটির ৫০-৫০ বাঁচার সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে একটি আরশোলার প্রতি এতটা দয়া মায়া দেখে চিকিৎসক ওই ব্যক্তির প্রশংসা করেন৷ চিকিৎসক জানান, এটা হাসির ঘটনা নয় ৷ পৃথিবীতে সকল প্রাণই খুব গুরুত্বপূ্র্ণ ৷ জীবজন্তুর প্রতিও সকলের সমান ভালোবাসা থাকা দরকার...৷