শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

‘তৈরি থাকুন বিপ্লববাবু’, সঙ্গে স্লোগান ‘বদলা নয়, বদল চাই’, ১১-র মন্ত্রেই হুঁশিয়ারি অভিষেকের!

১০:০৪ এএম, অক্টোবর ৩১, ২০২১

‘তৈরি থাকুন বিপ্লববাবু’, সঙ্গে স্লোগান ‘বদলা নয়, বদল চাই’, ১১-র মন্ত্রেই হুঁশিয়ারি অভিষেকের!

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ফের সেই মন্ত্র, ‘বদলা নয়, বদল চাই’। ফের একবার ১১-র রাজ্যে পালাবদলের স্লোগান মনে করিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  ১১-র পালাবদলের সময় এই স্লোগান দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই স্লোগান ফের একবার শোনা গেল অভিষেকের থেকে। তাও আবার ১০ বছর পর। ত্রিপুরা হাইকোর্টের রায়ে আগরতলায় অভিষেকের সভার অনুমতি মেলার পরই ফেসবুকে তাঁর হুঁশিয়ারি, ‘তৈরি থাকুন বিপ্লববাবু’। সঙ্গে ছবিতে স্লোগান, ‘বদলা নয়, বদল চাই।’

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার পর, তিনি ঘোষণা করেছিলেন, অন্য রাজ্যে দলের বিস্তারের কথা। সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই ত্রিপুরা ও গোয়ায় সংগঠন বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস।

https://www.facebook.com/AbhishekBanerjeeOfficial/posts/4993715537309204

এর আগে ত্রিপুরায় একাধিকবার বাধা পেয়েছে তৃণমূল। অভিষেকের সভা ঘিরেও জলঘোলা হয়েছে। প্রথমে সভার অনুমতি মেলেনি। পরে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। উৎসব মেটার পর ৩১ অক্টোবর, রবিবার সভা করার কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভাও ত্রিপুরার প্রশাসন বাধা দেয় বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূল জানায়, করোনা রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছিল শুরুতে। পরে সভাস্থল পরিবর্তন করতে হবে বলে নেতৃত্বকে চিঠি দেয় পুলিশ।

কিন্তু রাত সাড়ে ৯টায় তৃণমূলের আবেদনের প্রেক্ষিতে ত্রিপুরা হাইকোর্ট জানিয়ে দেয়, রবীন্দ্রভবনের সামনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে পারবেন। তবে, করোনার কারণে ৫০০ জনের বেশি সভায় মানুষ উপস্থিত থাকতে পারবেন না। তারপরই ফেসবুকে অভিষেকের পোস্ট। যা থেকে স্পষ্ট বাংলার মন্ত্রেই ত্রিপুরায় জয়ে লক্ষ্যে নামছে তৃণমূল।

উল্লেখ্য, উপনির্বাচনের প্রচারেই অভিষেক ঘোষণা করেছিলেন, গোয়ায় সরকার প্রতিষ্ঠা করতে চলেছে তৃণমূল। ত্রিপুরাতেও ক্ষমতার বদল হবে।