শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নামও বদলান! 'খেলরত্ন' নামবদলের পর প্রধানমন্ত্রীর কাছে দাবী নেটিজেনের

০১:৪৫ পিএম, আগস্ট ৭, ২০২১

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নামও বদলান! 'খেলরত্ন' নামবদলের পর প্রধানমন্ত্রীর কাছে দাবী নেটিজেনের

সম্প্রতি নামবদল হয়েছে 'খেলরত্ন' পুরস্কারের। নেটিজেনদের আবেদনে সাড়া দিয়ে পুরস্কারটির নাম মেজর জেনারেল ধ্যানচাঁদের নামে করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার থেকে নতুন নামকরণ হল, 'ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার'। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই অবশ্য সোশ্যাল মিডিয়ায় দুই ভাগে বিভক্ত। নেটদুনিয়া জুড়ে এই পদক্ষেপের প্রশংসার পাশাপাশি সমালোচনাও কম নয়। বিরোধীদের মতে, নামকরণে সদিচ্ছার চেয়েও রাজনৈতিক সমীকরণ বেশি প্রাধান্য পেয়েছে। এবং এরপরই রব উঠল নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নামও এবার বদলানো হোক।

https://twitter.com/drshamamohd/status/1423562540232052740?s=20

বিরোধী শিবির সহ অধিকাংশ নেটিজেন প্রধানমন্ত্রীর কাছে দাবী রেখেছে, 'গুজরাটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নামও এবার বদলান। কোনও ক্রীড়াবিদের নামে ওই নাম দিন।' এই প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান সরাসরি মুখ না খুললেও খানিক শ্লেষের সুরেই ট্যুইট করেছেন, 'খেলরত্ন পুরস্কারের নামবদল দারুণ পদক্ষেপ। খেলোয়াড়রা নামে পুরস্কারের নামকরণ হচ্ছে। তাঁরা এতে স্বীকৃতি পাচ্ছেন। আশা করি ক্রীড়াক্ষেত্রে আরও অনেক কিছু ঘটবে। ভবিষ্যতে ক্রীড়া স্টেডিয়ামও খেলোয়াড়ের নামেই নামকরণ করা হোক।'

https://twitter.com/IrfanPathan/status/1423562560897310725?s=20

ধ্রব রাঠি আবার সরাসরিই জানিয়েছেন তাঁর মনের কথা। ট্যুইটে তিনি লিখেছেন, 'রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে হল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন। এটা অসাধারণ সিদ্ধান্ত। আশা করছি, এবার নরেন্দ্র মোদি স্টেডিয়াম ও জেটলি স্টেডিয়ামেরও নামবদল হবে। সমস্ত রাজনীতিবিদদের নাম সরিয়ে দেওয়া হোক।' অন্যদিকে একই সুরে গুজরাটের বিরোধী দলনেতা শঙ্করসিং বাঘেলার ট্যুইট, 'নরেন্দ্র মোদি রাজীব গান্ধী খেলরত্নের নাম থেকে মেজর ধ্যানচাঁদ পুরস্কার করেছেন। আমার অনুরোধ, নরেন্দ্র মোদি স্টেডিয়ামের আগের নাম সর্দার পটেল ফিরিয়ে দেওয়া হোক।'

https://twitter.com/dhruv_rathee/status/1423545249910120451?s=20 https://twitter.com/ShankersinhBapu/status/1423556180706693126?s=20

পাশাপাশি অধিকাংশ নেটিজেনদেরও দাবী, নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নামকরণ ক্রীড়াবিদের নামে করা উচিৎ। উল্লেখ্য, নবরূপে গড়ে তোলা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আমদাবাদের সর্দার পটেল স্টেডিয়ামের নাম বদলে গতবছর মোদির নামে রাখা হয়। দিল্লির ফিরোজ শাহ কোটলার নামও অরুণ জেটলির নামে রাখা হয়েছে। এবার খেলরত্নের সঙ্গে ধ্যানচাঁদের নাম জুড়তেই এই স্টেডিয়ামগুলির নামবদলের জোরদার দাবী উঠল নেটদুনিয়ায়।

https://twitter.com/singh_amarkant/status/1423546994576957445?s=20